এককভাবে অনুশীলন করতে চেয়েছিলেন মুশফিক, বিসিবির ‘না’

নিউজ ডেস্ক »

করোনাভাইরাস বা কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে দীর্ঘ সময় ধরে বন্ধ হয়ে আছে মাঠের ক্রিকেট। যারা সারা বছরই মাঠে থাকেন তাদের জন্য এই সময়টা খুবই বিরক্তিকর। অনুশীলন তো পরের কথা আড়াই মাস ধরে মাঠেই যেতে পারছেন না ক্রিকেটাররা। ঘরে বসে ফিটনেস ধরে রাখতে ব্যায়াম, রানিং করতে হচ্ছে তাদের।

তবে ঘরে বসে ফিটনেসের এসব কাজে মন ভরছে না মিঃ ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের৷ এত লম্বা সময় ধরে এর আগে কখনোই বাসায় বসে থাকার নজির নেই এই ক্রিকেটারের। মাঠে ফিরতে মরিয়া হয়ে আছেন তিনি। আর এ কারণেই মিরপুরের হোম অফ ক্রিকেটে একক অনুশীলনের আবেদন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে করেছিলেন মুশফিক। তবে মুশফিকের এমন আবদারে মিলেনি সাড়া৷

মূলত মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে সৃষ্ট ভয়ানক পরিস্থিতির উন্নতি না ঘটায় মুশফিককে একক অনুশীলনের অনুমতি দেয়নি বোর্ড। নিরাপদ পরিবেশ সৃষ্টি না হলে অনুশীলনের অনুমতি দিবে না বিসিবি। করোনার প্রাদুর্ভাব কমলে এবং অনুশীলন কিংবা ক্রিকেটারদের মাঠে ফেরার মত পরিস্থিতি তৈরি হলে তখনই অনুমতি মিলবে বিসিবি থেকে।

এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, ‘এ বিষয়ে মুশফিকুর রহিমের সাথে আমাদের কথা হয়েছে। যখন সবকিছু স্বাভাবিক হয়ে যাবে তখন সে অনুশীলন করতে পারবে। একক অনুশীলনের অনুমতি দিলেও সেটা কোনভাবেই একক থাকে না। নেট বোলার থেকে শুরু করে মাঠ ও উইকেট তৈরি করার মানুষেরও দরকার হবে এখানে। এটা ঝুঁকিপূর্ণ ব্যাপার। এ কারণেই আমাদের এমন সিদ্ধান্ত। আসলে এখানে অনুমতি দেওয়া না দেওয়ার ব্যাপার নয়।’

তিনি আরো বলেন, ‘আমাদের দেশের পরিস্থিতি কিন্তু এখনো স্বাভাবিক নয়। আক্রান্তের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। সেদিক থেকে আমরা মনে করি অনুশীলন বা এই জাতীয় কাজ করার মতো অবস্থা এখনো তৈরি হয়নি। পরিস্থিতি এখন আমাদের অনুকূলে নেই এবং আমাদের মনে হচ্ছে আরেকটু পরে শুরু করলেই ভালো হবে।’

তবে অনুশীলনের অনুমতি না মেলায় মোটেও অসন্তুষ্ট নয় মুশফিক। বরং তিনি নিজেও অবস্থাটা বুঝতে পেরেছেন। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে মুশফিক বলেন, ‘আসলে অনেকদিন এভাবে চলে গেল। এজন্যই নিজের মতো করে অনুশীলনের ব্যবস্থা করেছিলাম। কিন্তু বিসিবি থেকে বলার পরে আমিও এ ব্যাপারটা বুঝতে পেরেছি। এ ছাড়া মিরপুরে অনুশীলন করে আবার বাসায় ফেরা, আমার পরিবারের জন্যও অনেক ঝুঁকির হবে এটা। কাজেই অপেক্ষা করা ছাড়া উপায় নেই।’

নিউজক্রিকেট/দুর্জয়

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »