নিউজ ডেস্ক »
বর্তমান সময়ে দেশের করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার ফলে আবার মাঠের ক্রিকেট সচল হতে শুরু করেছে। দিনকয়েক আগেই ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন শুরুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই ধারাবাহিকতায় এবার হাই পারফরম্যান্স (এইচপি) দলের অনুশীলনের কথা ভাবছে বিসিবি।
পরিকল্পনায় রয়েছে দেশেই ক্যাম্প করার। তাছাড়া দেশে এইচপির অনুশীলনের সঙ্গে শ্রীলঙ্কাতে ক্যাম্প করার কথা ভাবছে বিসিবি। এমনটাই জানিয়েছেন, বিসিবি এইচপি ইউনিটের চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়। গতকাল এইচপি কমিটির বৈঠক শেষে একথা বলেছেন তিনি।
এ প্রসঙ্গে দুর্জয় বলেছেন, ”শ্রীলঙ্কা যদি আমরা যাই সেখানে ত ম্যাচ খেলবো, ট্রেনিং করবো। আর সেখানে যাওয়ার আগেও তো আমাদের একটা প্রস্তুতির দরকার রয়েছে। সেটা তো এখান থেকেই শুরু করতে হবে। ক্রিকেট থেকে অনেকদিন দূরে তাই ব্যাট-বলের সঙ্গে অভ্যস্ত হওয়ারও একটা ব্যাপার আছে।”
তিনি আরোও বলেন,”ব্যাট-বলের অনুশীলন শ্রীলঙ্কা গিয়ে ক্যাম্পে হতে পারে, আবার এখানেও হতে পারে। দুই জায়গাতেই হতে পারে। সবকিছু আমাদের মাথায় আছে। আলোচনা হচ্ছে সবকিছু নিয়ে। শ্রীলঙ্কার সঙ্গেও আমরা যোগাযোগ করবো, তারা কীভাবে আয়োজন করতে চাই সেটা জানার চেষ্টা করবো।”
নিউজক্রিকেট/ এসএস