নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
হাতের আঙুলের চোটে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলেই দেশে ফেরেন নুরুল হাসান সোহান। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল সেরে উঠতে ৩ সপ্তাহ লাগবে এই উইকেটরক্ষক ব্যাটারের। আজ জানা গেল এই ক্রিকেটারকে সিঙ্গাপুর পাঠাচ্ছে বিসিবি।
ভিসা পেলেই সিঙ্গাপুর উড়াল দেবেন তিনি। সাথে যাবেন বিসিবির প্রধাণ চিকিৎসক দেবাশীষ চৌধুরী। সেখানে র্যাফেলস হাসপাতালে চিকিৎসকক দেখানো হবে। এরপর বোঝা যাবে আঙুলের অবস্থা কোন পর্যায়ে।
মিরপুর থেকে আজ বের হওয়ার সময় এই উইকেটরক্ষক ব্যাটসম্যান বলেন,”সিঙ্গাপুরে যাওয়া লাগবে। ভিসা প্রসেসিং চলছে। অপারেশন না লাগতে পারে, আশা করি এশিয়া কাপের আগে ঠিক হব।”
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চোধুরীও তার সঙ্গে যাওয়ার চেষ্টা করবেন। অস্ত্রোপচার বিষয়ে তিন জানান, এখনো নিশ্চিত না লাগবে কী লাগবে না।
দেবাশীষ বলেন,”আমরা ইংল্যান্ডের চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। আরও কয়েকজনের সঙ্গে আলোচনা করেছি। কেউ অস্ত্রোপচারের পক্ষে আবার কেউ না। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সিঙ্গাপুর যাচ্ছি।”