উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন ওয়ানডে ক্যাপ্টেন- তামিম ইকবাল

নিউজ ডেস্ক »

আজ থেকে শুরু হয়েছে দেশের কয়েকটি ভেন্যুতে দশ ক্রিকেটার অনুশীলন পর্ব। তবে অনেক ক্রিকেটারের মতো অনুশীলনে দেখা মেলেনি বাংলাদেশের বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। খুব তাড়াতাড়ি তামিমের অনুশীলনে ফেরার সম্ভাবনাও রয়েছে কম। কারণ তিনি উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ডে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

বেশ কিছুদিন ধরেই অন্ত্রে ব্যথা অনুভব করছেন বাংলাদেশের এই ওপেনার এবং বর্তমান ওয়ানডে অধিনায়ক। ঢাকার বেশ কয়েকটি প্যাথলজিতে টেস্ট করিয়েছেন তামিম। তবে ডাক্তাররা তামিমের এই ব্যথার কোন উপসর্গই খুঁজে পান নি। যার কারণে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে হচ্ছে তাঁকে।

দৈনিক কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে তামিম বলেছেন, “গত এক মাসে তিনবার এমন ব্যথা হয়েছে। ব্যথাটা এমন যে সোজা হয়েই দাঁড়াতে পারি না, বসলে কিংবা শুয়ে থাকলেও ব্যথা অনুভব করি। ডাক্তার আমাকে হাসপাতালে ভর্তি হতে বলেছিলেন। কিন্তু করোনার কারণে সেটিও পারছি না। আরো কিছু পরীক্ষা করাতে হবে। এন্ডোসকপি, কোলনস্কোপি আবার হাসপাতালে গিয়ে করাতে হবে।’’

ইংল্যান্ড যাওয়া প্রসঙ্গে তামিম বলেন,”লন্ডনের ডাক্তারের সঙ্গে ইতিমধ্যে আমার কথাও হয়েছে। তবে ওখানে ১৪ দিনের কোয়ারেন্টিনের ঝামেলা রয়েছে। এর পরও ভাবছি প্রথম সুযোগেই লন্ডন যাবো।’’

নিউজক্রিকেট/এমএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »