উদযাপনের রহস্য ফাঁস করলেন মুশফিক!

সানিউজ্জামান সরল »

‘২০১৩-২০১৮-২০২০’ এই বছর ত্রয়ী মুশফিকের কাছে অন্যরকম প্রাপ্তি। এই সালগুলোতেই ক্যারিয়ারে সবচেয়ে বড় অর্জন পেয়েছে মুশি। ২০১৮ সালের পর ২০২০ সালে সেই জিম্বাবুয়ের বিপক্ষেই দ্বি-শতক হাঁকিয়েছেন মুশি। আজ (২৪ফেব্রুয়ারি) জিম্বাবুয়ের বিপক্ষে দ্বি-শতকের মধ্য দিয়ে ১ম বাংলাদেশী হিসেবে টেস্টে তিনটি দ্বি-শতক পূর্ণ করলেন মুশফিকুর রহিম। তবে আজকের এই দ্বি-শতক হাঁকিয়ে অন্যরকম এক উদযাপন করে বসেন মিডল অর্ডার এই ব্যাটসম্যান। উদযাপনটা ছিল ডাইনাসরের ন্যায়। 

দিন শেষে সংবাদ সম্মেলনে আসেন মুশফিকুর রহিম। গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপচারিতার এক পর্যায়ে মুশিকে প্রশ্ন করা হয়, কাউকে কি কিছু ইঙ্গিত দিতে চেয়েছেন এমন উদযাপন করে? জবাবে মুশি বলেন, ‘আসলে তেমন কিছুই না। আমি আগে থেকে কোন কিছু চিন্তা করে সেলিব্রেশন করিনি। আমার ছেলের খুব ডাইনাসর পছন্দ। বেশ ভালো লাগে ওর এইটা। আমার মনে হয়েছে আমার ছেলে এতে খুব আনন্দ পাবে। তাই আমার ছেলেকে উদ্দেশ্য করে আমার এমন সেলিব্রেশন। এছাড়া কিছু না।’

 

২০১৮ সালে টেস্টে ২য় দ্বি-শতক করেছলেন মুশি। এবার ২০২০ সালে এসেও সে জিম্বাবুয়ের বিপক্ষেই দ্বি-শতক হাঁকালেন তিনি। এতে মুশফিকুর রহিম জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুই টেস্টে দ্বি-শতক হাঁকানোর রেকর্ডও গড়লেন। এই দ্বি-শতকের মধ্য দিয়ে বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে ১ম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে তিনটি ‘৩০০’হাঁকানোর গৌরব অর্জন করলেন মুশফিক।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »