https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »
৩০ মে থেকে শুরু হতে যাওয়া ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের প্রথম দল হিসেবে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
কিউইদের দলে ব্যাটসম্যান হিসেবে রয়েছেন, মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, হেনরি নিকোলাস, কলিন ডি গ্র্যান্ডহোম, জিমি নিসাম এবং অলরাউন্ডার মিচেল স্যান্টনার।
এদিকে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বোলিং লাইনআপ সামলানোর দায়িত্ব দেয়া হয়েছে টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, লুকি ফার্গুসন, ম্যাট হেনরি, ইশ সোধির সাথে অলরাউন্ডার স্যান্টনার তো থাকছেনই। এদিকে দলে যুক্ত হয়েছে নতুন একটি নাম। তিনি হলেন টম ব্লান্ডেল।
২০১৫ বিশ্বকাপে ব্র্যান্ডন ম্যাককালামের নেতৃত্বে থাকা নিউজিল্যান্ড দল ফাইনালে হারলেও তাদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মত। কেন উইলিয়ামসনের নেতৃত্বে ২০১৯ বিশ্বকাপে হয়তো ভালো কিছুই করবে কিউইরা এমনটাই প্রত্যাশা নিউজিল্যান্ড ক্রিকেট ভক্তদের।