নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এই মাসেই ওয়েস্ট ইন্ডিজ সফর করবে ইংল্যান্ড ক্রিকেট দল। আসন্ন এই সফরের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যেখানে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাফার চৌহান।এছাড়াও চোট কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন জস বাটলার।
ইংল্যান্ড জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পাওয়া জাফার ভাইটালিটি টি-২০ ব্লাস্টে ইয়র্কশায়ারের হয়ে দারুণ খেলেছেন। যার পুরস্কার হিসেবে জাতীয় দলের সুযোগ পেলেন তিনি।
আগামী ৩১ অক্টোবর প্রথম টি-২০র মধ্য দিয়ে ক্যারিবিয়ান সফর শুরু হবে ইংল্যান্ডের। এরপর ২ ও ৬ নভেম্বর সিরিজের বাকি দুই ম্যাচ খেলবে বাটলাররা
ইংল্যান্ডের স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), জোফরা আর্চার, জ্যাকব বেথেল, জাফার চৌহান, স্যাম কারান, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ, ড্যান মুজলি, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, রিচ টপলি ও জন টার্নার।