fbpx

উইকেট নিয়ে হাহাকার থামাও,  ইংল্যান্ডকে ভিভ রিচার্ড-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 •  
 •  
 •  
 •  
 •  
 •  

 

আহমেদাবাদে গোলাপি বলের তৃতীয় টেস্ট শেষ হওয়ার পর থেকে উইকেট নিয়ে সমলোচনা থামছেই না। এতো আলোচনার কারণ একটাই মাত্র ২ দিনে টেস্ট শেষ হওয়াই।

এই টেস্টে ১০ উইকেটে হারের সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াই থেকে ছিটকে গেছে তাঁরা। উইকেটের সমালোচনায় ব্যস্ত ইংল্যান্ডের সাবেক ক্রিকেটাররা। তবে স্যার ভিভ রিচার্ড জানিয়েছেন, উইকেট নিয়ে অনেক সমালোচনা হয়ে এবার হাহাকার থামাও। বরং ভালোভাবে প্রস্তুতি নিয়ে খেলা আসা উচিত ছিল।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় ভিভ বলেন,’‘গত কয়েক দিন ধরে আমি পিচ নিয়ে অনেক কথা শুনে আসছি। প্রথমে চেন্নাইয়ের পিচ, তারপরে এই আমদাবাদের। আমি একটা কথাই বলতে চাই। উইকেট নিয়ে এই হাহাকার এবার বন্ধ হোক। ঘূর্ণি উইকেট কিন্তু ক্রিকেটেরই একটা দিক। সেটা ভুলে গেলে চলবে না।’’

তিনি আরও যোগ করেন,’‘কখনও কখনও ব্যাটসম্যানদের পেস বান্ধব উইকেটে খেলতে হয়। যেখানে বল দু’দিকেই সুইং করে। গুডলেন্থ থেকে বাউন্স করে ওঠে। সেই পিচে খেলা হলে সবাই বলে, ওয়াহ! এখানেই ব্যাটসম্যানদের আসল পরীক্ষা হবে। এবার ভারতের মাটিতে স্কিলের অন্য দিকটা দেখা যাচ্ছে। বিশেষ কারণের জন্যই খেলাটাকে টেস্ট ক্রিকেট বলে। এখানে সব রকমের ‘টেস্ট’ হয়। এক জন ক্রিকেটারের মানসিকতা, ইচ্ছে, দক্ষতা, সব কিছুর পরীক্ষা নেয় টেস্ট ক্রিকেট।’’

 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •   
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »