দুর্জয় দাশ গুপ্ত, সিলেট থেকে »
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেটের আচরণ ঠিক কেমন হবে তা নিয়ে চিন্তিত স্বাগতিক অধিনায়ক মাশরাফি ও সফরকারী দলের অধিনায়ক চামু চিবাবা।
এই মাঠের পরিসংখ্যান ঘাটলে দেখা যায় এখানে উইকেটের আচরণ একেক সময় একেক রূপ নিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট এখানে শুরু হওয়ার পর থেকেই গতি এবং বাউন্স ছিল এই উইকেটের মূল বৈশিষ্ট্য।
তবে সময়ের পরিক্রমায় এটা কখনো হয়ে উঠেছে স্পিন সহায়ক। আবার কখনোবা উইকেটের রূপ হয়েছে মন্থর। এদিকে ম্যাচের আগের দিন অর্থাৎ আজ ম্যাচের উইকেট দেখে মনে হয়েছে এখানে ঘাসের রাজত্ব। অনেকটা নিউজিল্যান্ডের উইকেটের মতোই। আউটফিল্ড এবং উইকেট যেন আলাদা করার উপায় নেই৷
আগামীকাল রবিবার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচের আগেই অবশ্য উইকেটের ঘাস ছেঁটে ফেলার কথা রয়েছে৷ তবে উইকেট দেখে একদমই বুঝার উপায় নেই ঠিক কেমন আচরণ করবে সিলেটের উইকেট। আর এতেই ম্যাচের আগের দিন উভয় দলের অধিনায়কে উইকেট নিয়ে বেশ চিন্তিত মনে হয়েছে।
এ ব্যাপারে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি গণমাধ্যমকে বলেন, ‘এই উইকেটে ঘাস আছে প্রচুর। তবে ঘাস কেটে ফেলা হবে বলা হয়েছে। এখন অনুমান করা বেশ কঠিন কেমন হবে উইকেটের আচরণ। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যখন এখানে খেলেছি তখন উইকেট অনেক ধীরগতির ছিল। আর এখানে অনেক শিশিরও ছিল। যার ফলে রাতে ব্যাটিং করা একেবারে সহজ ছিল এখানে।’
উইকেট প্রসঙ্গে সফরকারী জিম্বাবুয়ের অধিনায়ক চামু চিবাবা বলেন, ‘গতকাল অনুশীলনের সময় আমি ম্যাচের উইকেট দেখেছি। উইকেটে অনেক ঘাস ছিল। তবে শুনেছি ঘাস কেটে ফেলা হবে। এখন দেখা যাক, শেষ পর্যন্ত উইকেটের আচরণ কেমন হয়।’