নিউজ ডেস্ক »
করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্বে স্থগিত আছে সব রকমের খেলা। আন্তর্জাতিক থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেট সব স্থগিত। তাই স্বাভাবিক ভাবেই ডিপিএল স্থগিত। তবে দেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) জানিয়েছে ঈদের পর পরেই দেশের জনপ্রিয় এই ঘরোয়া টুর্নামেন্টটি চালু হওয়ার দাবি উঠেছে।
কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল জানিয়েছেন, ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএমকে) এই ব্যাপারে চিঠি দেয়া হবে। গত শনিবার কোয়াবের নির্বাহী কমিটির সভায় বিস্তারিত আলোচনা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি৷
তিনি বলেন, ‘কোয়াবের পক্ষ থেকে বোর্ডকে চিঠি দেয়ার ব্যাপারটি আমরা আগেই নিশ্চিত করে রেখেছিলাম। শনিবারের মিটিংয়ে এটি চুড়ান্ত এসেছে। আমাদের দাবি ঈদের পর পরেই যেন ডিপিএল আবার পুনোরায় চালু করা হয়।’
দেশের ক্রিকেটাররা এই ব্যাপারে এক মত বলে জানিয়েছেন তিনি। ক্রিকেট যদি মাঠে ফিরে তবে সেটা ঘরোয়া ক্রিকেট দিয়ে ফেরা উচিত বলে মনে করেন তারা। এতে করে নিজেদের আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুতি নেয়ার সুযোগ হবে।
দেবব্রত পাল আরো বলেন, ‘ক্রিকেটাররা সবাই একমত। সবাই চাইছে আন্তর্জাতিক খেলার আগে যেন ঘরোয়া লিগ দিয়েই শুরু হয় মাঠে ফেরা। আর ক্রিকেট হকি কিনবা ফুটবলের মত বডি কন্টাক্ট খেলা না। খেলোয়াড়রা এখানে সাধারণ নিরাপদ দূরত্ব বজায় রাখে।’
“সরকার আলোকে আমি বলছি, সরকার তো নিরাপত্তা দূরত্বে অনেক কিছুই শিথিল করে দিয়েছে। একেক কারখানায় হাজার হাজার শ্রমিক একসাথে কাজ করে। আর এখানে শুধু ২২ জন মাঠে খেলবে। বাড়তি কয়েকজন থাকবে। এতে অসুবিধা হবে বলে মনে হয়না। সরকারি আদেশ পেলেই ক্রিকেট খুব ভালভাবে করা সম্ভব’ – সাথে যোগ করেন তিনি।
বাংলাদেশ সময়ঃ ২:৩০ পিএম
নিউজক্রিকেট/ আরআর।