মারুফ ইসলাম ইফতি »
প্লেয়ার ড্রাফটে দল পাননি! বিপিএল খেলার স্বপ্নভঙ্গ নিয়ে হতাশায় সময় কাটছিল তার।দল না পাওয়া সেই পেসার কাকতালীয় ভাবে বিপিএলে খেলার সুযোগ পেয়ে বল হাতে করেছেন বাজিমাত! গতি আর সুইংয়ে ব্যাটসম্যানকে ফেলেছেন বারবার পরিক্ষায়।বলছি গত বিপিএলে বল হাতে দ্রুতি ছড়ানো তরুন পেসার মেহেদী হাসান রানার কথা।
শুরুতে ড্রাফটে কোন দল আগ্রহ দেখায়নি তাকে নিয়ে।এরপর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে নাটকীয় ভাবে খেলার সুযোগ হয় রানার।সুযোগ পেয়ে বল হাতে প্রত্যাশা পূরন করেছেন খুব ভালভাবে।১০ ম্যাচ ১৮ উইকেট নিয়ে নিজের সামর্থ্য জানান দিয়েছেন সবাইকে।
নিউজক্রিকেট টুয়েন্টিফোরের নিয়মিত লাইভ আড্ডায় অতিথি হিসেবে এসে হুট করে বিপিএলে খেলার সুযোগ এবং এইভাবে বাজিমাত করার গল্প নিউজক্রিকেট টুয়েন্টিফোরকে জানিয়েছেন মেহেদী হাসান রানা নিজেই।
বিপিএলে নাটকীয় ভাবে খেলার সুযোগ ও বাজিমাতের গল্প জানাতে গিয়ে নিউজক্রিকেট টুয়েন্টিফোরকে রানা জানানঃ আসলে ড্রাফটে যখন দল পাইনি তখন খুব হতাশ হয়েছিলাম।তবুও ভাগ্যকে মেনে নিয়ে পরবর্তী আসরে খেলার অপেক্ষায় ছিলাম।এর মধ্যে রংপুর রেঞ্জার্সের এক প্লেয়ার আমাকে তাদের সাথে অনুশীলন করতে বলে,আর বলে যদি কোচদের নজরে আসতে পারি নেট বোলিংয়ে তাহলে সুযোগও পেতে পারি রংপুরের হয়ে খেলার।এরপর রংপুরের হয়ে একদিন অনুশীলন করি, কিন্তু কোন রেসপন্স পাইনি।আবারো হতাশ হই।এরপর এইদিন রাতে হঠাৎ ইমরুল ভাইয়ের ফোন! ভাই আমাকে ফোন করে বলে, “তুই আর কোন টিমের সাথে অনুশীলন করিস না, আমরা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টিমে তোকে নিতে পারি।তুই আর কোন টিমের সাথে কন্ট্রাক করিস না। ইমরুল ভাইয়ের ফোন পেয়ে আবারো স্বপ্ন দেখি বিপিএল খেলার।
এরপর ঘন্টা খানেক পর রিয়াদ ভাই আমাকে ফোন করে জানায় আমাকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টিমে কনফার্ম করা হয়েছে।
রানা আরো যোগ করেন: আমি যেদিন প্রথম অনুশীলনে যাই, সেদিন আমাকে রিয়াদ ভাই এসে জানান আমি পরের ম্যাচ খেলবো, আর সেইভাবে প্রস্তুতি নিতে।রিয়াদ ভাইয়ের কথায় আমি খুব খুশি হই, আর তখনি পণ করি, যেভাবে হোক আমাকে ভাল করতে হবে, এই সুযোগ আমাকে ভালভাবে কাজে লাগাতে হবে।আমি আমার পরিকল্পনা অনুযায়ী ম্যাচ বাই ম্যাচ ভাল করার চেষ্টা করেছি। আলাহামদুলিল্লাহ আমি সফল হয়েছি।
নিউজক্রিকেট টুয়েন্টিফোর / ইফতি মারুফ