ইনিংস ব্যবধানে জয়ের সুবাতাস পাচ্ছে বাংলাদেশ!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

২০১৮ তে শেষ শতক পেয়েছিলেন মমিনুল। এরপর শতকের দেখা পাননি এই ব্যাটসম্যান। অধিনায়ক হিসেবে আজকে মুমিনুলের ১ম শতক ছিলো এটি। মুশফিক ও শতক তুলে নেওয়ার পর টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত ৩য় ডাবল সেঞ্চুরির দেখা পান। তারপর একে একে দলীয় রসন বাড়াতে থাকেন এ দুজন। তবে মুমিনুলের আউট হঠাৎ ছন্দপতন ঘটে এ জুটির। ২৩৪ বল খেলে ১৩২ রান করে মনোযোগ হারান এ ব্যাটসম্যান।

কাপ্তানের ফিরে যাওয়ার পর উইকেটে আসেন মিঠুন। শুরু থেকেই আক্রমণাত্নক ভঙ্গিতে ব্যাট চালাতে থাকেন এই ব্যাটসম্যান। এর ভুলের মাশুল ও গুনতে হয় মিঠুনকে। ২৩ বল থেকে ১৭ রান করেই ফিরে যেতে তাকে। মিঠুন সাজঘরে যাওয়ার পর উইকেটে আসেন উইকেট রক্ষক ব্যাটসম্যান লিটন দাস। লিটনকে সঙ্গী করে ইনিংস এগিয়ে নিতে থাকেন মুশফিক। ১৪৩ রান করে মুশফিক ও ৯ রান করে চা বিরতিতে যায় বাংলাদেশ। ৫ উইকেট হাতে নিয়ে চা বিরতি শেষে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ দল। সময়ের সাথে সাথে বাংলাদেশ দলের লিড বাড়তে থাকে। ধীরে ধীরে ভয়ংকর হয়ে উঠে মুশফিকের ব্যাট।

এক পর্যায়ে এসে মুশফিক ১৫০ পূর্ণ করেন। যা তার ক্যারিয়ারে ৪র্থ। ১৫০ রান তুলতে মুশির লেগেছে ২৫৪ বল। লিটন-মুশিতে এগিয়ে যাচ্ছিলো বাংলাদেশের ইনিংস। ১০৭ বল থেকে অর্ধশত রানের জুটি গড়েন মুশফিকুর রহিম ও লিটন দাস। ১৫০ পূর্ণ করার পরও থেমে থাকেনি মুশফিক। নিজের মত করে ধীরে সুস্থে ব্যাট চালিয়ে গেছেন মুশফিক।

লিটনও নিজের ঢঙ্গে ব্যাট চালাতে থাকেন। ক্যারিয়ারের ৩য় দ্বি-শতক রানের দেখা পেলেন মুশফিক। যা বাংলাদেশ ক্রিকেটে অন্য এক রেকর্ড। কেননা এর আগে কোন বাংলাদেশীই এই রেকর্ড গড়তে পারে নি। একটি করে ডাবল সেঞ্চুরি আছে তামিম ও সাকিবের। মুশির দ্বি-শতকের পরই ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ২৯৫ রানের লিড নিয়ে বাংলাদেশ নামবেন ৩য় ইনিংস খেলতে।

বাংলাদেশের লক্ষ্য থাকবে সফরকারী জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারানো। ২৯৫ রানের বোঝা মাথায় নিয়ে শুরুতেই বিপাকে সফরকারীরা। অফ স্পিনার নাঈম হাসানের শুরুর ওভারেই বিপাকে পড়ে তারা। পরপর দুই বলে দুই উইকেট নিয়ে নাঈমই মূলত চেপে ধরেন জিম্বাবুইয়ানদের ব্যাটিং লাইনআপকে। প্রত্যেকটি বল যেন আগুনের গুলার ন্যায় লাগছিলো সফরকারীদের। আগামীকাল আবার ব্যাটিংয়ে আসবে সফরকারীরা হাতে ৮ উইকেট নিয়ে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »