ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বিসমাহ মারুফ

সাজিদা জেসমিন »

ইংল্যান্ডের কাছে হারের ম্যাচে পাওয়া চোটের কারণে বিসমাহ মারুফ আইসিসি টি-২০ বিশ্বকাপে আর কোন ম্যাচ খেলতে পারবেন নাহ।

ক্যাথরিন ব্রান্টের বোলিংয়ে স্কুপ শট দেওয়ার চেষ্টা করার সময় মারুফ তার হাতের আঙুলে আঘাতপ্রাপ্ত হন, তার হাতে বলের আঘাত লাগার পর তিনি খেই হারিয়ে ফেলেন।

 

টুর্নামেন্টের প্রথম ম্যাচে ক্যারিবীয়দের বিপক্ষে জয়ে বিসমাহর গুরুত্বপূর্ণ অবদান ছিলো, সেখানে তিনি ৩৮রানে কার্যকরী ইনিংস খেলেন। বিসমাহর পরিবর্তে দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক জাবেরিয়া খান ও সেই ম্যাচে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। দু’জনেই যথেষ্ট সংগ্রাম করেছেন।

নাহিদা খান, মারুফের পরিবর্তে যিনি দলের মূল একাদশে জায়গা পেয়েছেন, তিনি শেষ টি-২০ খেলেছেন ২০১৯ সালের ডিসেম্বরে। যখন পাকিস্তান, ইংল্যান্ডের বিপক্ষে মালয়েশিয়ায় ৩ ম্যাচের সিরিজ খেলেছিলো। ডান হাতি এই ব্যাটসম্যান অস্ট্রেলিয়া সিরিজে প্রত্যাবর্তনে নিজের মধ্যে পরিবর্তন আনতে চান।

৩৩ বছর বয়সী এই ক্রিকেটার তার শেষ পাঁচ ওয়ানডে ইনিংসে ২৩০ রান সংগ্রহ করেন। যেখানে ইংল্যান্ডের বিপক্ষে একটি পঞ্চাশের ইনিংস ছিলো।

পাকিস্তানের পরবর্তী প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। আগামী ১লা মার্চ সিডনিতে তারা প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামবে। সেমি ফাইনালে পৌঁছাতে হলে তাদের শেষ দু’ম্যাচে জয়লাভ করতে হবে। শেষ ম্যাচগুলো নির্ধারণ করবে কারা সেমিফাইনালের পথে হাঁটতে যাচ্ছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »