https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
ত্রিদেশীয় সিরিজে নিয়ম রক্ষার ম্যাচে মাঠে নেমে বাংলাদেশ দল ২৯২ রান তাড়া ম্যাচ জিতেছে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দল ব্যাটিং করার সময় তিনে নামা সাকিব দেখেশুনে খেলে যাচ্ছিলেন আপন মেজাজেই। তবে ইনিংসের ৩৬তম ওভারে সাকিব যখন ফিফটির খুব কাছেই তখনই ব্যাট করা থেকে হঠাত থমকে দাঁড়ান। অবস্থা দেখে মাঠে ফিজিও গিয়ে কিছুক্ষণ দেখার পর আবার ব্যাটিং শুরু করেন সাকিব।
তবে ৫১ বলে ৫০ রানের ইনিংস খেলে সাকিবের পক্ষে আর মাঠে থাকা সম্ভব হয়নি। ফলে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন এই দেশ সেরা অলরাউন্ডার। জনপ্রিয় ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন বলছে সম্ভবত সাইড স্ট্রেনের ইনজুরিতে পরেছেন সাকিব। যদিও এখনও কোনো পরীক্ষানিরীক্ষা কিছুই করা হয়নি। পরীক্ষা করার পর নিশ্চিত হওয়া যাবে সাকিবের ইনজুরির ব্যাপারে।
বিশ্বকাপের আগে যদি সাকিব সত্যিই ইনজুরিতে পড়েন তাহলে সেটা টাইগারদের জন্য বেশ বড় এক ধাক্কা হয়েই আসবে।