সাজিদা জেসমিন »
নারী টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের মাঝপথের লড়াই চলছে এখনো। আর ইতিমধ্যেই ৮মার্চে সংগঠিত হতে যাওয়া মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ফাইনাল ম্যাচের প্রায় ৫০হাজারের ও বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে।
ইতিমধ্যেই ইভেন্টটি প্রচুর দর্শক উপস্থিতির ক্ষেত্রে নতুন মানদন্ড স্থাপন করেছে। গত ২১শে ফেব্রুয়ারি সিডনি শোগ্রাউন্ড স্টেডিয়ামে অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যকার উদ্বোধনী ম্যাচে প্রায় ১৩,৪৩২ জন দর্শকের উপস্থিতি ছিলো।
টুর্নামেন্টটি বিশ্বব্যাপী নারী ক্রিকেটের ক্রমবর্ধমান শক্তিকে প্রতিফলিত করেছে। ফাইনালে পৌঁছানোর পূর্বে ১০ ম্যাচের ৫টিতেই সবাই ক্রিকেটের চরম প্রতিদ্বন্দ্বিতা দেখেছে।
মেলবোর্ন, যা প্রায়শই ‘বিশ্বের খেলাধুলার রাজধানী’ হিসাবে পরিচিত, একটি ঐতিহাসিক খেলার উৎসব তৈরি করার লক্ষ্যে কেবলমাত্র নয় দিনের মধ্যে এমসিজি পূরণের অনেকটা দ্বারপ্রান্তে পৌঁছেছে।
গ্লোবাল পপ সুপারস্টার ক্যাটি পেরি প্রাক-গেম শো চলাকালীন পারফর্ম করবেন এবং আন্তর্জাতিক নারী দিবসে টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত উদযাপনের অংশ হিসাবে একটি ম্যাচ-পরবর্তী কনসার্টে ও অংশ নিবেন ।
পরিবার-বান্ধব টিকিটসমূহ প্রাপ্তবয়স্কদের জন্য মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ ডলার এবং শিশুদের জন্য ৫ডলার করে। সমর্থকদের উৎসাহিতকরণের জন্য টি২০ওয়ার্ল্ডকাপ.কম -এ টিকিট সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে। এই সাথে নারীদের খেলাধুলার ফিক্সচারে সর্বোচ্চ দর্শকের উপস্থিতির মাধ্যমে নতুন রেকর্ডের অংশীদার হওয়ার সুযোগ রয়েছে।
বর্তমানে সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ডটি ১৯৯৯ সালে ফিফা নারী বিশ্বকাপ ফাইনালের দখলে রয়েছে। যখন ক্যালিফোর্নিয়ার রোজ বোলে ইউএসএ, চায়নার বিপক্ষে লড়ছিলো সেই ম্যাচে ৯০,১৮৫জন দর্শক উপস্থিত ছিলেন।
আইসিসি নারী টি-২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শুরু হবে স্থানীয় সময় ৬টায়। সমর্থকেরা ক্যাটি পেরির গেমপূর্ব শো দেখার জন্য ৫টায় ডুকার সুযোগ পাবেন।
গেম হোস্ট অস্ট্রেলিয়া ক্যানবেরাতে বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর সেমি ফাইনালের দিকে আরেক ধাপ এগিয়ে গেছে। তারা আগামী সোমবার কিউইদের বিপক্ষে নিশ্চিত জয়ের মাধ্যমে র্যাঙ্কে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে৷ অপরদিকে, ভারত দুর্দান্ত পারফর্মেন্সের দরুন আগে থেকেই সেমিফাইনাল নিশ্চিত করেছে।
সেমিফাইনালের জন্য নির্বাচিত দলসমূহ আগামী ৫ ই মার্চ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে খেলবেন। আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ফাইনালের বিক্রিত টিকিটের সংখ্যা ২০১৭ সালে লর্ডসে সর্বোচ্চ টিকিট বিক্রির প্রতিনিধিত্ব করে। পাশাপাশি এটি সংখ্যায় লর্ডসে বিক্রি টিকিটের তুলনায় দ্বিগুণেরও বেশি।