ইএসপিএনের সেরা বিশ্বকাপ একাদশে সাকিব, নেই কোহলি,ওয়ার্নার!

নিউজ ডেস্ক »

২০১৯ বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে স্পোর্টস ভিত্তিক ভারতীয় জনপ্রিয় অনলাইন মাধ্যম ইএসপিএন ক্রিকইনফো। চার পেসার ও তিন অলরাউন্ডারে গড়া একাদশে নেই ওয়ার্নার,কোহলিরা। সুযোগ হয়নি কোনো পাকিস্তানি খেলোয়াড়ের।

ওপেনার হিসেবে আছেন গেলো বিশ্বকাপে সর্বোচ্চ রান করা রোহিত শর্মা ও ইংলিশ ওপেনার জেসন রয়। তবে রোহিতের থেকে মাত্র ১ রান কম করেও একাদশে জায়গা হয়নি অজি ওপেনার ডেভিড ওয়ার্নারের। এরপরেই তিন নং এ আছেন বিশ্বকাপে বলে-ব্যাটে দূর্দান্ত পার্ফরমেন্স করা সাকিব আল হাসান। তারপরেই চার ও পাঁচে যথাক্রমে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ও বিশ্বকাপ জেতানো ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। উইকেটরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন অজি উইকেটরক্ষক ব্যাটসম্যান এলেক্স ক্যারি।

গেলো বিশ্বকাপে অসাধারণ পার্ফরমেন্সে ক্রিকইনফোর একাদশে নজর কেড়েছেন ক্যারি।এরপরই জায়গা পেয়েছেন কিউই অলরাউন্ডার জিমি নিশাম।তারপরই প্রতিপক্ষের ব্যাটিং স্তম্ভ গুড়িয়ে দিতে চার পেসার নিয়ে গড়া বোলিং ইউনিটের দায়িত্বে রয়েছেন মিচেল স্টার্ক,জোফরা আর্চার,লুকি ফার্গুসন ও জাস্প্রেত বুমরাহ।

বিশ্বকাপের ফাইনাল খেলা নিউজিল্যান্ড ও ইংল্যান্ড দুই দল থেকেই জায়গা পেয়েছেন তিনজন করে ক্রিকেটার।ভারত ও অস্ট্রেলিয়া থেকে পেয়েছেন দু’জন করে ও বাংলাদেশ থেকে একজন।৫ ম্যাচে ১৬ উইকেট নিয়েও একাদশে জায়গা হয়নি পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদির।এছাড়া উইন্ডিজ কিংবা আফগানিস্তানের কেউই এই একাদশে সুযোগ পাননি।

ইএসপিএনের বিশ্বকাপ একাদশঃ

রোহিত শর্মা,জেসন রয়,সাকিব আল হাসান,কেন উইলিয়ামসন,বেন স্টোকস,এলেক্স ক্যারি,জিমি নিশাম,মিচেল স্টার্ক,জোফরা আর্চার,লুকি ফার্গুসন ও জাস্প্রেত বুমরাহ।

নিউজক্রিকেট/ এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »