ইংল্যান্ড সফর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিলেন আমির ও হ্যারিস

নিউজ ডেস্ক »

করোনা ভাইরাসের প্রকোপ এখনো কাটেনি। তবুও এই ভাইরাসটিকে উপেক্ষা করে ক্রিকেট ধীরে ধীরে মাঠে ফিরতে শুরু করছে। সবার আগে আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ফেরাচ্ছে ইংলিশরা। আগামী ৮ জুলাই উইন্ডিজ-ইংল্যান্ড টেষ্ট সিরিজ দিয়ে মাঠে ফিরবে ক্রিকেট। এর পরেই ইংল্যান্ড যাওয়ার কথা পাকিস্তানের৷ কিন্তু সে সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিলেন পাকিস্তানের বোলার মোহাম্মদ আমির ও ব্যাটসম্যান হ্যারিস সোহেল।

পাকিস্তানের ইংল্যান্ড সফর এখনো নিশ্চিত হয়নি। এই সিরিজ নিয়ে পিসিবি ও ইসিবি ইতিবাচক। সিরিজ এখনো নিশ্চিত হওয়ার আগেই নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন আমির ও সোহেল৷ তবে প্রত্যাহার করার কারণ করোনাভাইরাস ছিলোনা। তারা ব্যক্তিগত কারণে এই সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে।

সোহেল জানিয়েছেন, তিনি পারিবারিক কারণে এই সফরে যেতে পারছেন না। অন্যদিকে আমির জানান তিনি তার সন্তান সম্ভাব্য স্ত্রীর পাশে থাকতে এই সিরিজে থাকতে পারছেন না। পাকিস্তান ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিত মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে। তারা জানান, ২৮ দল ক্রিকেটারের সাথে ১৪ জন সহকারী নিয়ে একটি বিশেষ বিমানে তাদের ইংল্যান্ড পাঠানো হবে।

উল্লেখ্য, এর আগে পাকিস্তান সিরিজকে লক্ষ্য করে ইউনুস খানকে ব্যাটিং কোচ নিয়োগ দেয়া হয়েছে।

নিউজক্রিকেট/ রীম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »