ইংল্যান্ড সফরে পরিবার নিয়ে যেতে পারবেন না পাকিস্তানি ক্রিকেটাররা

নিউজ ডেস্ক »

সবকিছু ঠিকঠাক থাকলে এ মাসের শেষের দিকে ইংল্যান্ডে সিরিজ খেলতে রওনা দিবে পাকিস্তান ক্রিকেট দল । আগস্টে খেলবে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ। ইতিমধ্যে সরকার থেকে অনুমতি পেয়ে গেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে এ সফরে ক্রিকেটাররা তাদের পরিবার নিয়ে যেতে পারবেন না ।

আজ বিষয়টি নিশ্চিত করেছে পিসিবির এক সূত্র। খেলোয়াড়দের ইতিমধ্যে আইসিসির সম্পূর্ণ গাইড লাইন বুঝিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যেও আছে সিরিজে পরিবার নিষিদ্ধ হবার ব্যাপারটাও ।

কোন ক্রিকেটার, কোচ ও সাপোর্ট স্টাফ এবারের সিরিজে তাদের পরিবার নিয়ে যেতে পারবে না । আলাদাভাবেও নিয়ে যেতে পারবেন না কাউকে। নিয়ে গেলেও তাদের সাথে দেখা করার নিষিদ্ধ।

পিসিবির এক সূত্র পাকিস্তানের গণমাধ্যমকে বলেন, ‘খেলোয়ারদের পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে এই সিরিজে কোন পরিবার নিয়ে যাওয়া হবে না। আলাদাভাবে নিয়ে গেলেও তাদের সাথে দেখা করার সুযোগ থাকছে না । সেপ্টেম্বরের সিরিজ শেষ হবার আগে কেউ পরিবারের সাথে দেখা করতে পারবে না।’

নিউজক্রিকেট২৪/রীম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »