https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র ওয়ানডে ম্যাচে ইংল্যান্ড দলে অভিষিক্ত ক্রিকেটারের সংখ্যা তিন। অন্যদিকে আয়ারল্যান্ড দলেও ছিল সমান সংখ্যক ক্রিকেটারের অভিষেক। ইংল্যান্ড দলের হয়ে প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচেই ইনজুরির শিকার হয়েছেন ডেভিড মালান।
আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাট করার সময় পেশিতে ব্যথা পান মালান। ফলে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-২০ ম্যাচ থেকে ছিটকে গেলেন তিনি।
মালানের ছিটকে যাওয়াতে দলে ডাক পেয়েছেন আরেক তরুণ ক্রিকেটার ফিল সল্ট। এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞিতা হয়নি এই ক্রিকেটারের। ফলে পাকিস্তানের বিপক্ষে টি-২০ ম্যাচই হতে যাচ্ছে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ম্যাচ।
২২ বছর বয়সী এই ব্যাটসম্যান এখন পর্যন্ত ২৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে রান করেছেন ১১০০। শুধু তাই নয় লিস্ট ‘এ’ ক্রিকেটেও দারুণ ছিল তাঁর ব্যাট। ১৫টি লিস্ট ‘এ’ ম্যাচে তাঁর সংগ্রহ ৪৬৯ রান। যেখানে রয়েছে ১টি সেঞ্চুরি এবং ২টি ফিফটিও।
🚨 SQUAD UPDATE 🚨
Sussex batsman Phil Salt has been called into the IT20 squad for the match on Sunday replacing Dawid Malan who has a muscle injury to his left groin.#EngvPak pic.twitter.com/eiTtuTWUmJ
— England Cricket (@englandcricket) May 4, 2019
পাকিস্তানের বিপক্ষে ইংলিশদের স্কোয়াড: ইয়ন মরগান (অধিনায়ক), জোফরা আর্চার, বেন ফোকস (উইকেটরক্ষক), টম কারান, জো ডেনলি, ক্রিস জর্ডান, লিয়াম প্লাংকেট, আদিল রশিদ, জো রুট, ফিল সল্ট, জেমস ভিন্স, ডেভিড উইলি ও মার্ক উড।