নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ম্যানচেস্টার টেস্টে নিজেদের ২য় ইনিংসে ৩২৬ রান করে ইংল্যান্ডের সামনে ২০৫ রানের লক্ষ্য দাঁড় করিয়েছে সফরকারী শ্রীলংকা। শ্রীলংকার হয়ে ১১৩ রানের ইনিংস খেলেছেন কামিন্দু মেন্ডিস।
প্রথমে ব্যাট করতে নেমে ২৩৬ রানে অলআউট হয় শ্রীলংকা। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন অধিনায়ক ডি সিলভা। ৭২ রান করেন রত্মানায়েকে। ইংল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন শোয়েব বশির ও ক্রিস ওকস।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে তরুণ ব্যাটার জেমি স্মিথ এর ১১১ ও ব্রুকসের ৫৬ রানের সুবাদে ৩৫৮ রান করে ইংল্যান্ড। শ্রীলংকার হয়ে ৪ উইকেট শিকার করেন আসিথা ফার্নান্দো। জয়সুরিয়া ৩ উইকেট শিকার করেন।
১২২ রানে পিছিয়ে থেকে ২য় ইনিংসে ব্যাট করতে নেমে কামিন্দু মেন্ডিসের ১১৩, চান্দিমালের ৭৯ ও ম্যাথুজের ৬৫ রানের সুবাদে ২০৪ রানের লিড নিয়ে ৩২৬ রানে অলআউট হয় শ্রীলংকা। ইংল্যান্ডের হয়ে ক্রিস ওকস ও ম্যাথু পটস ৩টি করে উইকেট শিকার করেন।
ইনিংস বিরতি শেষে ২০৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামবে ইংল্যান্ড। ২০৫ বড় লক্ষ্য না হলেও আজ ৪র্থ দিনের শেষ সময়ে ও আগামীকাল ৫ম দিনে এই রান তাড়া করা সহজ হবে না ইংল্যান্ডের জন্য।