ইংল্যান্ডের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ

দুর্জয় দাশ গুপ্ত »

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পাশাপাশি চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী মে মাসে আয়ারল্যান্ড সফরে যাচ্ছে টিম টাইগার্স। এখন ভেন্যু হিসেবে ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডের ঘরের মাঠ হলেও টি-টোয়েন্টি সিরিজটি ইংল্যান্ডের মাটিতে আয়োজন করতে চাচ্ছে আইরিশ ক্রিকেট বোর্ড।

আর এমনটাই জানিয়েছে আইরিশদের জনপ্রিয় দৈনিক বেলফাস্ট টেলিগ্রাফ। এদিকে, ১৪ মে বেলফাস্টের স্টোরমন্টে হবে সিরিজের প্রথম ওয়ানডে। আর ১৬ ও ১৯মে আবার একই মাঠে দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে খেলবে বাংলাদেশ আর আয়ারল্যান্ড।

ওয়ানডে সিরিজের আগে ১১ মে নর্থ ডাউন ক্রিকেট ক্লাব মাঠে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের পরেই ক্লনটার্ফে টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের কথা ছিলো। তবে পরিচর্যার জন্য আপাতত মাঠটি ব্যবহার করতে পারছে না আইরিশ ক্রিকেট বোর্ড।

এদিকে আবার কিছুদিন পরই নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা আয়ারল্যান্ডের। এরপর আবার পাকিস্তানের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আইরিশরা।

মূলত এজন্যই ক্লনটার্ফের মাঠটাকে বেশি ব্যবহার করতে চাচ্ছে না দেশটির ক্রিকেট বোর্ড। তবে বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ কোন ভেন্যুতে হবে সেটা এখনও পুরোপুরি ভাবে নিশ্চিত করা হয়নি।

যদিও চলতি মাসের শুরুতেই ইংল্যান্ডে ভেন্যু পরিদর্শন করে এসেছেন আয়ারল্যান্ডের বোর্ড পরিচালক রিচার্ড হোল্ডসঅর্থ। জানা যায় আইরিশ বোর্ড অন্তত দুটি ভেন্যুতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »