নিউজ ডেস্ক »
সফররত পাকিস্তান জাতীয় ক্রিকেট দল ইংল্যান্ডেও করোনা টেস্টে উৎরে গেছেন। স্কোয়াডে থাকা ২০ জন ক্রিকেটার এবং ১১ পরিচালকবৃন্দের সকলকে ইংল্যান্ডে পৌছার পর ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফ থেকে করোনা ভাইরাসের পরিক্ষা করানো হয় এবং সেই পরিক্ষায় সবার নেগেটিভ রেজাল্ট এসেছে। আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইসিবি।
এছাড়া ইসিবি আরো জানিয়েছে, গত সোমবার সর্বশেষ টেস্টে ইংল্যান্ডের সকল ক্রিকেটার এবং সহযোগী স্টাফদের সকলেই করোনা নেগেটিভ রয়েছেন। ইংলিশ খেলোয়াড়দের এ নিয়ে তৃতীয়বারের মত টেস্ট করানো হয়।
ইসিবির ঐ বিবৃতিতে এটাও জানানো হয় যে পাকিস্তানের স্কোয়াডে থাকা আরো ৬ ক্রিকেটার ইংল্যান্ডে দলের সাথে যুক্ত হওয়ার ছাড়পত্র পেয়েছে যারা পাকিস্তানে প্রথমবারের করোনা টেস্টে পজিটিভ আসায় দলের সাথে ইংল্যান্ডে উপস্থিত হতে পারেনি। পরে ২ দফায় করোনা টেস্টে নেগেটিভ আসায় তারা ইংল্যান্ডের উদ্দেশ্যে রউনা দিয়েছেন।
এছাড়া মূল স্কোয়াডে থাকা আরো চার ক্রিকেটার ইমরান খান, কাশিফ ভাট্টি, হায়দার আলী এবং হারিস রউফ ২ দফায় করোনা টেস্টে পজিটিভ আসায় ইংল্যান্ড সফরের ছাড়পত্র পাননি।
ইংল্যান্ডে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল তিন ম্যাচের টেস্ট সিরিজ যা শুরু হবে ৩০ জুলাই থেকে এবং সমসংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইংলিশদের মোকাবেলা করবে।
নিউজক্রিকেট/এমএস