https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
এবারের বিশ্বকাপে ফেভারিটের তালিকায় প্রথম দিকেই রয়েছে ইংল্যান্ড। একে তো স্বাগতিক অন্যদিকে দুর্দান্ত ফর্মে রয়েছেন দলটির ক্রিকেটাররা। ব্যাটিং বিভাগে জনি বেয়ারস্টো, জেসন রয়, জো রুট, ইয়ন মরগানের পাশপাশি রয়েছেন জস বাটলারের মত বিধ্বংসী ব্যাটসম্যান। অন্যদিকে বল হাতে জোফরা আর্চারের সাথে অলরাউন্ডার বেন স্টোকস দায়িত্ব সামাল দিতে পটু।
বিশ্বকাপে এখন পর্যন্ত শুধুমাত্র পাকিস্তানের বিপক্ষে ব্যতীত আর কোনো হারের মুখ দেখেনি ইংলিশরা। সবগুলো ম্যাচেই তারা জয় পেয়েছে দাপটের সাথেই। তাই বলে ইংল্যান্ডকে এখনই বিশ্বকাপ দিয়ে দেয়ার দাবি জানিয়ে বসলেন সাবেক ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেন!
কেপি তার টুইটারে একতি টুইটের মধ্যে লেখেন, ‘জেসন রয় ভালো করতে না পারলে তুমি পড়বে জনি বেয়ারস্টোর সামনে! যদি দুওজনেই ব্যর্থ হয় তাহলে আক্রমণ করবে রুট। যদি সবাই খারাপ করে তাহলে তুমি পড়বে বাটলারের সামনে! এবং জোফরা আর্চার সবসময় তোমার সামনে পরবে। তাদেরকে বিশ্বকাপ দিয়ে দাও!
If Roy misses out, Bairstow will get you! If they both miss out, Root will get you. If they all miss out then Buttler will get you.
And, Jofra will always get you!
Give em the cup 🏆
— Kevin Pietersen🦏 (@KP24) June 18, 2019