নিউজ ডেস্ক »
বেন স্টোকস ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলছেন অনেকদিন। কিন্তু কখনো অধিনায়কত্বের দায়িত্ব তার উপর পড়েনি। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে আছেন বেশ কিছুদিন। তবে এবার অধিনায়কত্বের দায়িত্ব তার উপর উঠতে যাচ্ছে। আর স্টোকস মনে করেন ইংল্যান্ডের অধিনায়কত্ব করা গর্বের।
ইংল্যান্ডের নিয়মিত টেষ্ট অধিনায়ক জো রুট তার সন্তান সম্ভাব্য স্ত্রীর পাশে থাকতে উইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেষ্টে থাকতে পারছেন না। আর এই কারণেই স্টোকস অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন প্রথম টেষ্টে৷
এই ব্যাপারে গণমধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে স্টোকস বলেন, ‘আমি এক ম্যাচের জন্য অধিনায়কত্ব করলেও আপনি বলতে পারবেন আমি ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছি। আমি অনেক গর্বিত যে কঠিন শ্রম আর সংকল্পের মাধ্যমে এই অবস্থানে আসতে পেরেছি। আমি ভালো করতে চেয়েছিলাম এবং এটা কোনো আকস্মিক সাফল্য নয়।’
তবে এখন গর্বিত হলেও নিজে কখনো অধিনায়ক হতে চাননি বলে জানান স্টোকস। তিনি আরও বলেন, ‘অধিনায়ক হওয়ার লক্ষ্য আমার কখনোই ছিলোনা। এটা সত্যি যে আই অধিনায়ক হিসেবে প্রথম সারির কেউ নই।’
নিউজক্রিকেট/রীম