নিউজ ডেস্ক »
ধর্মশালায় বিশ্বকাপের নিজেদের ২য় ম্যাচে ইংল্যান্ডের কাছে ১৩৭ রানে বড় পরাজয় বাংলাদেশের। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বড় জয়ে যে আত্মবিশ্বাস সৃষ্টি হয়েছিলো ইংলিশ পরীক্ষায় ব্যর্থ হয়ে সেটায় ভাটা পড়লো।
টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠানো বাংলাদেশ কাপ্তান সাকিব আল হাসান হয়তো সিদ্ধান্তটা ভুলই নিয়েছিলেন অথবা অধিনায়ক সাকিবকে ভুল প্রমাণিত করেছেন ইংলিশ ব্যাটাররা।
ইংল্যান্ডকে দেয়া ৩৬৫ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে এক লিটন দাস ছাড়া আর কেউই প্রতিরোধ গড়তে পারেননি। তানজিদ হাসান তামিম থেকে শুরু করে অধিনায়ক সাকিব কেউই করতে পারেননি নিজের নামের প্রতি বিচার। উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন এক একজন করে।
লিটন দাস ছিলেন ব্যতিক্রম। একের পর বাউন্ডারির ঝড় তোলার লিটন ৬৬ বলে ৭৬ রান আউট হলে বাংলাদেশের ইংলিশ বধের স্বপ্নটায় ভেঙে যায়। শেষের দিকে হৃদয় হারের ব্যবধান কমানোর চেষ্টা করলেও খুব একটা কাজে আসেনি। বাংলাদেশের ইনিংস থামে ২৩৭ রানে। ইংল্যান্ড পায় ১২৭ রানের বড় জয়।