ইংলিশদের মাটিতে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের সূচি প্রকাশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বর্তমানে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে অবস্থান করছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। এর মাঝেই আজ শুক্রবার (১৭ মার্চ) এ বছরে চূড়ান্ত হওয়া সব সিরিজগুলোর সূচি প্রকাশ করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। সেই সূচি অনুৃসারে, আগামী মে মাসে আইরিশদের বিপক্ষে ফিরতি সফরে ইংল্যান্ড যাবে বাংলাদেশ।

মূলত ২০২২ সালে সফরটিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল। তবে দুই বোর্ডের সমঝোতায় বাতিল টি-টোয়েন্টি সিরিজটি করা হয়েছে। ওয়ানডে সুপার লিগের ম্যাচ তিনটি আবার আয়ারল্যান্ড নয় ইংল্যান্ডের চেমসফোর্ডে অনুষ্ঠিত হবে।

আগামী ৯, ১২ ও ১৪ মে ওয়ানডে ম্যাচগুলো মাঠে গড়াবে। বৃষ্টি শঙ্কার কারণে আইরিশদের মাটিতে খেলা হচ্ছে না। তাই নিজেদের দেশে নয় বাংলাদেশকে ইংল্যান্ডের মাটিতে আতিথেয়তা দিবে আইরিশরা।

তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি এবং একটি টেস্ট খেলতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে আয়ারল্যান্ড। সিলেটে ওয়ানডে সিরিজের মধ্য দিয়ে শুরু হবে আইরিশদের সফর। সিরিজের প্রথম ম্যাচ আগামী ১৮ মার্চ মাঠে গড়াবে।

এছাড়া বাকী দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০ ও ২৩ মার্চ। প্রথম দুই ওয়ানডে শুরু হবে দুপুর ২টায়। তবে সিরিজের শেষ ওয়ানডে শুরু হবে দুপুর আড়াইটায়।

এরপর টি-টোয়েন্টি সিরিজ খেলতে বন্দরনগরী চট্টগ্রামে যাবে আয়ারল্যান্ড ও বাংলাদেশে। সেখানে সিরিজের ম্যাচ তিনটি যথাক্রমে ২৭, ২৯ এবং ৩১ মার্চ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে। টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই শুরু হবে দুপুর ২টায়।

সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি ৪ এপ্রিল মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »