নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এক সিরিজের জন্য ভারত জাতীয় দলের হেড কোচ হচ্ছেন সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। একইসঙ্গে রাহুল দ্রাবিড় ঠিকই থাকবেন তার পুরনো ভূমিকায়।
লক্ষ্মণ হেড কোচ হলেও মূল খবর দ্রাবিড়কে হেড কোচের পদ থেকে সরানো হচ্ছে না। তিনি ঠিকই থাকবেন এই পদে। দ্রাবিড় থাকাকালীনই ভারত দলের হেড কোচের ভূমিকায় দেখা যাবে লক্ষ্মণকে।
লক্ষ্মণকে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য ভারতের হেড কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। কেননা ওই সিরিজ চলাকালীন ইংল্যান্ডে কোহলিদের নিয়ে ব্যস্ত থাকবেন দ্রাবিড়। গত বছরের অসম্পূর্ণ একটি টেস্ট খেলবে এ বছরের জুন-জুলাইয়ে।
ভারতীয় গণমাধ্যমের দাবি দ্রাবিড় নিজেই নাকি লক্ষ্মণকে হেড কোচের প্রস্তাব দিয়েছেন।
দ্রাবিড়ের সেই প্রস্তাবে সাড়াও দিয়েছেন। ফলে আগামী ৯ জুন থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতের হেড কোচের ভূমিকায় থাকবেন লক্ষ্মণ।
দ্বিতীয় সারির দল নিয়েই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। প্রোটিয়াদের বিপক্ষে ঘরের মাঠে সিরিজটি আরম্ভ হবে ৯।