আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজ স্থগিত!

নিউজ ডেস্ক »

করোনাভাইরাসের কারণে একের পর এক স্থগিত হচ্ছে আন্তর্জাতিক অনেক ক্রিকেট সিরিজ। এবার সে দলে যোগ হলো আয়ারল্যান্ড – নিউজিল্যান্ডের মধ্যেকার ওয়ানডে আর টি-টুয়েন্টি সিরিজ। আগামী ১৯ জুন থেকে ২ জুলাই এই সিরিজ হওয়ার কথা ছিলো আয়ারল্যান্ডে। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনা করে সিরিজ ২টি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)।

কারণ হিসেবে দেখানো হয়েছে নিউজিল্যান্ডের বিমানভ্রমণের উপর নিষেধাজ্ঞা। যার ফলে সিরিজ স্থগিত ছাড়া আর কোনো বিকল্প রাস্তা ছিলোনা ক্রিকেট আয়ারল্যান্ডের। এর পাশপাশি পাকিস্তানের সাথে ১২ ও ১৪ তারিখের ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও স্থগিত করেছে তারা।

এই ব্যাপারে ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম বলেন, ‘আমরা অতি দুঃখের সাথে বলছি আমরা এই বছর আয়ারল্যান্ডের মাঠিতে কোনো আন্তর্জাতিক সিরিজ আয়োজন করতে পারছিনা। এটি আয়ারল্যান্ড ক্রিকেট ভক্তদের জিন্য অনেক খারাপ লাগার ব্যাপার৷ কারণ তারা বিশ্বকাপের রানার্স আপ দলকে তাদের ঘরের মাঠে দেখতে চেয়েছিল। কিন্তু পরিস্থিতি অনুযায়ী এই ছাড়া আমাদের হাতে অন্য কোনো অপশন নেই।’

এর প্রেক্ষিতে নিউজিল্যান্ড ক্রিকেট প্রধান ডেভিড হোয়াইট বলেন, ‘আমাদের জন্য এখন কঠিন সময় যাচ্ছে। আমরা দুঃখ প্রকাশ করছি আমাদের বন্ধু রাস্ট্রের সাথে খেলতে না পেরে। কিন্তু আশা করছি আমরা পরে সিরিজটি খেলতে পারবো।’

বাংলাদেশ সময়ঃ ৩:০৫ পিএম

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »