নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বশির রাতুল ও সাইক ইমতিয়াজ শিহাবের দারুণ বোলিংয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন অনূর্ধ্ব-১৬ দল। দ্বিতীয় দিন সকালে স্বাগতিকদের অল্প রানেই গুটিয়ে দেন সারেন রাতুল। মাত্র ১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ডিপ মিড উইকেট দিয়ে ফ্লিক করে চার মেরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের ১০ উইকেটে জয় নিশ্চিত করেন জাওয়াদ আবরার।
আসাম ক্রিকেট গ্রাউন্ডে আগের দিনের করা ৭ উইকেটে ৪৭ রান নিয়ে ব্যাটিংয়ে নামে আসাম। দিনের শুরুতেই উইকেট হারায় স্বাগতিকরা। এরপর অবশ্য খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন কৃষ্ণা চৌধুরি ও একলাভিয়া শর্মা। তবে তাদের জুটি খুব বেশি বড় করতে দেননি রাতুল। পল্লব বিদায়ে মাত্র ৮০ রানে অল আউট হয় আসাম। ১৯ বলে ২৮ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন একলাভিয়া। বাংলাদেশের হয়ে রাতুল চারটি এবং দুটি করে উইকেট নিয়েছেন শিহাব, রাজিন ও আজিজুল হাকিম তামিম।
জয়ের জন্য মাত্র ১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচ জিততে দুই বল সময় নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। একলাভিয়ার দ্বিতীয় বলে মিড উইকেট দিয়ে ফ্লিক করে চার মারেন জাওয়াদ। তাতেই প্রথম দিনের ম্যাচে ১০ উইকেটের জয় নিশ্চিত হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের।
সংক্ষিপ্ত স্কোরকার্ড:
আসাম অনুর্ধ্ব-১৬ (১ম ইনিংস)- ৭৭/১০ (৩৬.৩ ওভার) (একলাভিয়া ২০, প্রবাল ১২; শিহাব ৪/১৭, রাজিন ৩/১১,
বাংলাদেশ অনুর্ধ্ব-১৬ (১ম ইনিংস)- ১৫৭/১০ (২৭.২ ওভার) (হাসানুরজ্জামান ৬২, আব্দুল্লাহ ৪২; দ্যুতিময় ৪/৩৫, মোহিত ৩/৪৬)
আসাম অনুর্ধ্ব-১৬ (২য় ইনিংস)- ৮০/১০ (২৮.৪ অভার) একলাভিয়া ২৮*, প্রবাল ১২; রাতুল ৪/৮, তামিম ২/৬)
বাংলাদেশ অনুর্ধ্ব-১৬ (২য় ইনিংস)- ৪/০ (০.২ অভার) (জাওয়াদ ৪*)