আশরাফুলের ব্যাটের ভিত্তি মূল্য কমে ৮ লাখ টাকা!

নিউজ ডেস্ক »

করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে যে যেভাবে পারছে এগিয়ে আসছে। বাংলাদেশি খেলোয়াড়রাও কম যাননা। তারাও সাহায্য এগিয়ে আসছে। কেউ অর্থ দিয়ে, কেউ খাদ্য দিয়ে। কেউবা আবার নিজেদের স্বারক নিলামে তুলে অর্থ আদায় করে তা দিয়ে দিচ্ছে ক্ষতিগ্রস্তদের। তাদের দলে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।

কিছুদিন আগে সাকিব আল হাসান তার বিশ্বকাপের ব্যাট নিলামে তুলে ২০ লক্ষ টাকা তুলতে পেরেছিলেন। সেটি দেখে আশরাফুল অনুপ্রাণিত হয়েছিলেন। তবে তিনি তার ব্যাটের মূল্য প্রথমে সাকিবের ব্যাটের মূল্য থেকে ৩ গুন বেশি রেখেছিলেন। যা গিয়ে দাঁড়ায় ১৫ লাখে। তবে এই ১৫ লাখ থেকে কমিয়ে তার ব্যাটের ভিত্তি মূল্য এখন ৮ লক্ষ টাকা রাখেন আশরাফুল। আশরাফুল নিলামে তুলবে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করা ব্যাটটি।

প্রথমে আশরাফুলের ব্যাটের নিলাম হওয়ার কথা ছিলো ৮ মে। কিন্তু ভিত্তিমূল্য নির্ধারণ না হওয়ায় তারটা বিলম্ব হয়। সাথে দেশের ফুটবল অঙ্গনের প্রয়াত ‘কিং ব্যাক মোনেম মুন্নার’ জার্সি নিলামের সিদ্ধান্ত নিয়েছেন তাঁর স্ত্রী, ফিফা ব্যাজধারী রেফারি তৈয়ব হাসান বাবুও নিজের ঐতিহাসিক এক জার্সি নিলামের ঘোষণা দিয়েছেন। তাদের দুজনের সামগ্রী নিলামে তোলা হবে আগামী শনিবার (৮ মে)। এর কারণে আশরাফুলের নিলাম ৮য়ে মে হবেনা, তা পিছিয়েছে।

দেশের এক শীর্ষ সংবাদ মাধ্যম কে আশরাফুল বলেন, ‘আমি কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করা ব্যাটটি নিলামে তুলছি, আর এটার ভিত্তি মূল্য ৮ লাখ টাকা। আসা করি এটা বেশি দাম দিয়ে বিক্রি করতে পারবো।’

ভিত্তি মূল্য নির্ধারণে দেরি হওয়াতে আশরফুলের নিলাম ৩ দিন অন্তত পেছাচ্ছে বলে যানান ‘অকশন ফর অ্যাকশনের’ পেজের অন্যতম পরিচালক আরিফ আর হোসেন। এই ফেসবুক পেজ থেকেই আশরাফুলের ব্যাটের নিলাম হবে।

বাংলাদেশ সময়ঃ ৬:২০ পিএম
নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »