আর্চার ঝড়ে ম্লান কার্তিকের সেঞ্চুরি মিসের ইনিংস

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »

আইপিএলের আজকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৩ উইকেটের জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। দীনেশ কার্তিকের অপরাজিত ৯৭ রানের পরও হেরেছে কলকাতা।

শুরুতে টস হেরে ব্যাট করতে নামা কলকাতা কোনো রান তোলার আগেই হারায় ক্রিস লিনের উইকেট। সুবিধা করতে পারেননি আরেক ওপেনার সুবম্যান গিল এবং তিতে নামা নিতিশ রানাও। উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিক একাই টেনে নিয়ে যান দলকে। দলের বাকি ব্যাটসম্যানরা আলো ছড়াতে না পারলেও ৫০ বলের বিনিময়ে ৯৭ রানে অপরাজিত থাকেন কার্তিক। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৫ রান করে শাহরুখ খানের দল।

জবাবে ব্যাট করতে নেমে আজিঙ্কা রাহানে এবং সানজু স্যামসনের ব্যাটে শুভ সূচনা পায় রাজস্থান। রাহানের ব্যাট থেকে ২১ বলে আসে ৩৪ রান। ১৫ বলে ২২ রান করে চাওলার বলে ফিরে যান স্যামসনও। এদিকে মিডল অর্ডারে নামা রিয়ান পরাগের ব্যাট থেকেও আসে ৩১ বলে ৪৭ রান। শেষ দিকে বোলার জোফরা আর্চারের ১২ বলে ২৭ রানের ঝড়ে ইনিংসের ৪ বল বাকি থাকতেই জয় পায় রাজস্থান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »