নিউজ ডেস্ক »
শৃঙ্খলা শব্দটির সাথে বরাবরই পাকিস্তানি ক্রিকেটাররা বেমানান। শৃঙ্খলা ভঙ্গ করে অধিকাংশ সময়ই তারা সংবাদের শিরোনাম হয়ে থাকেন। এবার ইংলিশ পেসার জফরা আর্চারের শৃঙ্খলা ভঙ্গের সুযোগ নিয়ে জ্ঞান দিয়ে দিলেন ম্যাচ ফিক্সিং করে নিষিদ্ধ হওয়া পাকিস্তানি ব্যাটসম্যান সালমান বাট।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শেষে ম্যানচেস্টারে যাওয়ার পথে নিজ বাড়িতে ঘণ্টাখানেক অবস্থান করেছিলেন আর্চার। আর এই ঘটনার কারণে দ্বিতীয় টেস্ট দল থেকে রীতিমত বাদ পড়েন আর্চার। এমনকি ৫ দিনের জন্য তাকে হোটেল রুমে স্বেচ্ছায় আইসোলেশনে থাকতে বলা হয়েছিলো।
সাথে শাস্তি হিসেবে তাঁকে সতর্ক করে দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সম্প্রতি সেই ঘটনা নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে বাট, নিয়ম-শৃঙ্খলা নিয়ে জ্ঞান দিয়েছেন। পাকিস্তানের এই সাবেক অধিনায়ক বলেছেন,’‘নিয়ম তো নিয়মই, এটা ভাঙা ঠিক হয়নি। সবার জন্যই সমান নিয়ম মেনে চলা উচিত।”
বাটের এমন মন্তব্য সহজভাবে নেয়নি নেটিজেনরা। তারা টুইটার-ফেসবুকে জ্বলে উঠেছেন বাটের উপর। ২০১০ সালে লর্ডস টেস্টে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে মোহাম্মদ আমির, মোহাম্মদ আসিফের সঙ্গে নিষিদ্ধ হয়েছিলেন বাটও। আমির দলে ফিরলেও বাটের জন্য এখনও পাকিস্তানের জাতীয় দলের দরজা বন্ধ রয়েছে।