আর্চারের কাঁধে স্টোকসের হাত

নিউজ ডেস্ক »

জৈব সুরক্ষা নিয়ম ভঙ্গ করায় চলতি ম্যানচেষ্টার টেস্টে খেলতে পারছেন না বিশ্বকাপজয়ী ইংলিশ পেসার জফরা আর্চার। তার এমন খারাপ সময়ে পাশে এসে দাঁড়িয়েছেন তারই সতীর্থ অলরাউন্ডার বেন স্টোকস।

স্কাই স্পোর্টসকে দেওয়া এব বার্তায় স্টোকস বলেন, ‘আমাদের এই মুহূর্তে জফরাকে সমর্থন করা উচিত। তাকে নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে এবং এখন যা হচ্ছে সেটা তার কৃত কর্মের জন্যই হচ্ছে। সে যেনো এই মুহূর্তে নিজেকে একা অনুভব না করে সেটা আমাদের দেখতে হবে। খারাপ বিষয় হচ্ছে আমরা দলের সদস্যরা এখন তাকে পাঁচ-ছয় দিনের জন্য একা ছেড়ে দিতে হবে।’

মূলত টিম হোটেল থেকে বের হয়ে নিজের বাড়িতে ঘুরে যাওয়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ শুরুর আড়াই ঘণ্টা আগে বাদ দেয়া হয়েছে আর্চারকে। এমনকি পাঁচ দিনের কোয়ারেন্টিনে থাকার নির্দেশও দেয়া হয়েছে তাঁকে।

ম্যানচেষ্টারে প্রথম দুদিন নিজেদের দাপট দেখিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। বেন স্টোকস ও ডম সিবলির সেঞ্চুরিতে ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছে নয় উইকেটে ৪৬৯ রান। এখন পর্যন্ত ৪৩৭ রানে এগিয়ে আছে তারা।

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »