নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারতীয় শিবিরে আরো একটি দুঃসংবাদ। দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার হার্দিক পান্ডিয়াকে আরো ২ ম্যাচ পাচ্ছে না টিম ইন্ডিয়া।বিশ্বকাপ মিশনে ভারতের গুরুত্বপূর্ণ সদস্য পান্ডিয়া আরও দুই ম্যাচে খেলতে পারবেন না।
সাদা বলের ক্রিকেটে ভারতের গুরুত্বপূর্ণ সদস্য হার্ডিক পান্ডিয়া। ছয় নম্বরে ব্যাটিংয়ের পাশাপাশি মিডল ওভারে বোলিংটাও করেন দারুণ। তাকে ছাড়া ভারতের দলে ভারসাম্য রাখা কঠিন হয়। এক পান্ডিয়া ছিটকে যাওয়ায় নিউজিল্যান্ড ম্যাচের একাদশে দুই পরির্বতন আনতে হয়েছে ভারতের।
আগামী ২৯ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে খেলবে ভারত। এরপর ২ নভেম্বর মুম্বাইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে। ওই দুই ম্যাচে গোড়ালির ইনজুরিতে পড়া পান্ডিয়াকে পাওয়া যাবে না বলে জানিয়েছে ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমির একটি সূত্র।