আয়ারল্যান্ডের সহ অধিনায়কের দায়িত্ব পেলেন পল স্টারলিং

নিউজ ডেস্ক »

আয়ারল্যান্ড ক্রিকেটের সহ অধিনায়কের দায়িত্ব পেয়েছেন হার্ড হিটিং ব্যাটসম্যান পল স্টারলিং। ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যানকে তিন ফরম্যাটের জন্যই সহ অধিনায়কের দায়িত্ব দিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড।

আন্তর্জাতিক ক্রিকেটে ২০০৮ সালে অভিষেক হয় স্টারলিংয়ের। ১২ বছর ধরে আয়ারল্যান্ডের প্রতিনিধিত্ব করছেন তিনি। আইরিশদের হয়ে ৩ টেস্ট, ১১৭ ওয়ানডে ও ৭৮ টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন স্টারলিং।

এর আগে ২০১৯ সালে আয়ারল্যান্ডকে ৬ টি টি-২০ ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন স্টারলিং। এদিকে সহ অধিনায়ক হিসেবে স্টারলিংকে পেয়ে বেশ খুশি অধিনায়ক বালবার্নি।

তিনি বলেন, ‘আমি ১২ বছর বয়স থেকে আমি পলকে চিনি। ক্রিকেটার হিসেবে আমরা এক সাথেই বেড়ে উঠেছি। লন্ডনে আমরা এক সাথে খেলেছি। পলের সাথে আমার বোঝাপড়াটা দারুণ। যখন ভাবলাম আমাদের সহ অধিনায়ক কে হবে তখন পলের নামই সবার আগে এসেছে।’

স্টারলিং নতুন দায়িত্ব পেয়ে বলেন, ‘আমি বালবার্নির কাছ থেকে ফোন পাই। সে আমাকে জিজ্ঞেস করেছে আমি এই দায়িত্ব নিতে চাই কিনা। আমরা ছোটবেলা থেকেই একসাথে আছি। বালবার্নিকে সাহায্য করতে আমি রাজি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »