আমি গিলকে রোহিত-কোহলির কাতারে রাখবো : হরভজন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

যুব ক্রিকেট থেকেই আলো ছড়িয়ে আসছেন তরুণ ভারতীয় ব্যাটার শুভমান গিল। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেও সেই ধারা চলমান। সাদা পোশাকে নিয়মিত খেললেও রঙিন পোশাকে তেমন একটা দেখা যেতো না। ইদানিং রঙিন পোশাকেও দুর্দান্ত খেলছেন এই ডানহাতি।

ভারতের সর্বশেষ দুই ওয়ানডে সিরিজে দলের সেরা পারফর্মার ছিলেন গিল। ব্যাট হাতে তার এমন পারফরম্যান্স নজর এড়ায়নি সাবেক ভারতীয় স্পিনার হরভজ সিংয়ের। ভারতের সাবেক এই ক্রিকেটারের মতে, ব্যাটার হিসেবে বিরাট কোহলি কিংবা রোহিত শর্মাদের কাতারে আছেন গিল।

সর্বশেষ ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে ভারত। যেখানে বড় ভূমিকা গিলের। তিন ম্যাচের এই সিরিজে এক সেঞ্চুরিসহ প্রায় ১২২ গড়ে গিলের ব্যাট থেকে এসেছে ২৪৫ রান। এমন পারফর্ম্যান্সের সুবাদে জিতেছেন সিরিজ সেরার পুরষ্কারও।

হরভজন বলেন, ‘সে (গিল) একজন দারুণ ব্যাটার, তার টেকনিক এবং শট নির্বাচন খুবই ভালো। ব্যাটিংয়ের মানের দিক থেকে, বর্তমান ভারতীয় দলে আমি তাকে রোহিত শর্মা, বিরাট কোহলি এবং লোকেশ রাহুলের কাতারে রাখবো। তাপনি নিশ্চয়ই তাদের ব্যাটিং দেখতে পছন্দ করেন।’

গিলের সাম্প্রতিক পারফর্ম্যান্সই কেবল নয়। তার সামনে আগামীতেও দারুণ ভবিষ্যত দেখছেন সফল এই স্পিনার। এই তরুণের মাঝে রানক্ষুধার ছায়া দেখতে পাচ্ছেন হরভজন। যে গুণটা তিনি শচীন টেন্ডুলকারের মাঝে দেখতে পেতেন। যে কারণে গিলকে আগামীর তারকাও ভাবছেন।

ভারতের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘তার একটি ভালো দিক হলো, সে সাফল্যের জন্য ক্ষুধার্ত। বর্তমানে খুব কম ব্যাটারই তাদের খারাপ সময় নিয়ে ভাবেন। সে এমন চরিত্রগুলোর মধ্যে একজন। সে মনে করেন যে, সে খারাপ ফর্মে থাকলে তার প্রভাব দলের উপর পড়ে। এটি অবশ্যই একটি গুণ, যা টেন্ডুলকারেরও ছিল।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »