দুর্জয় দাশ গুপ্ত, সিলেট থেকে »
সাত মাসের একটি লম্বা সময় পরে আবারো বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামছেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মাশরাফি বিন মোর্ত্তজা। অধিনায়ক হিসেবে এই সিরিজেই হয়তো শেষ বারের মত দেখা যাবে ম্যাশকে। হতে পারে এজন্যই ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ম্যাশকে ছুঁড়ে দেওয়া হলো এক কঠিন প্রশ্ন। আর এমন প্রশ্নে জড়িয়ে গেল একজন মাশরাফির আত্মসম্মানবোধও৷ মেজাজ হারিয়ে ম্যাশ ছুঁড়ে দিলেন উল্টো প্রশ্ন ‘আমি কি মাঠে চুরি করি?’
গেল বিশ্বকাপে মোটেও ভালো কিছু করতে পারেন নি মাশরাফি। ৮ ম্যাচ খেলে নিয়েছিলেন মাত্র ১ টি উইকেট৷ এর পর থেকে লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ওয়ানডে দলের অধিনায়ক। মূলত বাজে পারফরম্যান্সের কারণেই জিম্বাবুয়ে সিরিজে ম্যাশের দলে থাকা নিয়ে উঠেছিলো প্রশ্ন। ম্যাশের ক্যারিয়ারে এমন বাজে সময় এর আগে এসেছে বলে মনে হয় না।
ক্রিকেট ক্যারিয়ারে প্রথমবার এমন বাজে সময় পার করার পথে আত্মসম্মান কিংবা লজ্জার বিষয় কি চলে আসে? প্রশ্নটা ছিলো এমন। অনেকদিন ধরে ঠিক একই প্রশ্ন শুনতে শুনতে বিরক্ত হওয়া ম্যাশ এবার উত্তর দিলেন ঠিকই তবে বেশ কঠোর হয়ে। ম্যাশের উত্তর, ‘আত্মসম্মান বা লজ্জা করবে কেন? আমি কি চুরি করি মাঠে? আমি কি চোর? খেলার সঙ্গে লজ্জা, আত্মসম্মান আমি একদমই মেলাতে পারি না।’
ম্যাশ আরো বলেন, ‘কত জায়গায় কত চুরি চামারি হচ্ছে তাদের লজ্জা নেই। আমার খারাপ সময় যেতেই পারে। সমালোচনা করবেন আপনারা। লজ্জা কেন পেতে হবে?’
দলের হয়ে পারফর্ম করতে না পারাটা ঠিকই ব্যর্থতা তবে সেখানে আত্মসম্মানের কিছু খোঁজ পান না ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক।
আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ম্যাচের আগে গতকাল সংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মাশরাফি। সব শেষ গত বছরের ৫ জুলাই বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন মাশরাফি। আজ আবারো বাংলাদেশের অধিনায়কত্ব করতে দেখা যাবে তাকে। হতেও পারে এটাই ক্যাপ্টেন ফ্যান্টাসিকের বিদায়ী সিরিজ।