নিউজ ডেস্ক »
ক্রিকেটে মাঠে বর্ণবাদ প্রথা নতুন কিছু নয়। প্রায়শয় দেখা যায় প্রতিপক্ষের কোন খেলোয়াড় কিংবা দর্শক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়দের সাথে বর্ণবাদী আচরণ করে। বেশ কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা ক্রিকেট বিশ্বের কাছে তুলে ধরেছিলেন কিভাবে তাঁরা বিশ্বের বিভিন্ন দেশে খেলতে গিয়ে বর্ণবাদের শিকার হয়েছিলেন। এবারে সেই কাতারে নিজের অভিযোগের কথা জানালেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এথি এমভালতী।
মঙ্গলবার (১৪ জুলাই) আনুষ্ঠানিকভাবে তিনি বর্ণবাদের অভিযোগ তুললেন ক্লাব ক্রিকেটে খেলা চলাকালীন। তিনি জানান বিভিন্ন সময় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট খেলার মাঝে তাঁকে শিকার হতে হয়েছিল বর্ণবাদী আচরণের। আর এসব আচরণ তাকে সহ্য করতে হয়েছিল দীর্ঘ ১৪ বছর।
সম্প্রতি সংবাদমাধ্যম টাইমস সিলেক্টকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান তিনি। এমভালতী বলেন, ‘ক্লাব ক্রিকেট এ বিষয়ে বেশি খারাপ, কারণ সেখানে খেলার সময় বানর এবং আরও অনেক কিছু বলে ডাকা হয়।’
সেই সঙ্গে ৩৮ বছর বয়সী সাবেক এই পেসার আরেকটা গুরুতর অভিযোগ করেন ক্লাবের সঙ্গে চুক্তির ক্ষেত্রেও ‘সাদা’ চামড়ার খেলোয়াড়রা বেশি সুবিধা পেতো কৃষ্ণাঙ্গ ক্রিকেটারদের থেকে। এ প্রসঙ্গে তিনি বলেন,’আমি নিজে চোখে দেখেছি কনিষ্ঠ সাদা খেলোয়াড়, হাই স্কুল থেকে আসা, যারা কখনও ক্লাব ক্রিকেট খেলেনি তারাও বছরে বড় অঙ্কের টাকার চুক্তি পায়। আর যারা কৃষাজ্ঞ তারা কম অঙ্কের টাকা পাই।’
এরআগে ফিক্সিং কাণ্ডে জড়িয়ে পড়ার যথার্থ ব্যাখা প্রদান করতে না পারার কারণে ২০১০ সালে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল এমভালতীকে। এরপর দীর্ঘ আট বছর পর ২০১৮ সালে অবসর নিতে বাধ্য হয়েছিলেন এই পেসার।
নিউজক্রিকেট/শাওন