নিউজ ডেস্ক »
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সমগ্র বিশ্বজুড়ে মরণকামড় বসাচ্ছে, বাংলাদেশেও ভয়ানক থাবা বসিয়ে দিয়েছে, প্রতিদিন মারা যাচ্ছে অসংখ্য মানুষ, অনিশ্চিত জীবনে দিশেহারা দেশের মানুষ। এই অবস্থায় বাংলাদেশেরই একটি প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিস্কারের দাবি করছে। এ নিয়ে গতকাল তারা সংবাদ সম্মেলন করে বিষয়টি দেশবাসীকে জানিয়েছে। তবে এই খুশির সংবাদে দেশের বেশিরভাগ মানুষ খুশি হলে একটা নির্দিষ্ট অংশ মেতে উঠেছে নোংরা ট্রলে।
গতকাল এই সঙ্কটময় সময়ে ভ্যাকসিন আবিস্কারের ঘোষণা দিতে গিয়ে বেশ আবেগাপ্লুত হয়ে পড়েন প্রতিষ্ঠানটির রিচার্স এন্ড ডেভেলপমেন্ট প্রধান ডাঃ আসিফ মাহমুদ। আর তার এই আবেগাপ্লুত হওয়াকে স্ট্যান্টবাজি বা সস্তা আবেগ বলে হাসাহাসিতে ব্যস্ত দেশের একটা অংশ অকৃতজ্ঞ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে ব্যাঙ্গ করছেন তাকে।
এ মহৎ কাজের প্রশংসা না করে উল্টো হাসাহাসি দেখে বেশ বিরক্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা পেসার রুবেল হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে দেশবাসীর এহেন আচরণে ক্ষোভ প্রকাশ করেন রুবেল হোসেন। তার মতে আমরা জ্ঞানীদের কদর করতে জানিনা বলেই এদেশে গুনীজন জন্মায় না।
রুবেল হোসেন বলেন, ‘আসিফ মাহমুদ ভাই যখন বলছিলেন আমরা করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিস্কার করেছি, কথাটি বলতেই উনার কান্না চলে আসছে। বাংলাদেশের একটি প্রতিষ্ঠান সাহস নিয়ে বলতে পারল যে তারা আবিষ্কার করেছে। সফল হোক বা ব্যার্থ হোক সেট পরের বিষয়।’
ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেন, ‘অথচ আমরা একটা অভিনন্দন পর্যন্ত জানালাম না। চীন বা আমেরিকা এই দাবি করলে আমরা অভিনন্দন জানিয়ে আকাশ পাতাল কাপিয়ে দিতাম। আসলেই আমরা এক ভন্ড জাতি। বিন্দু পরিমাণ কৃতজ্ঞতাবোধ নেই। এই জন্য এদেশে জ্ঞানী মানুষ জন্মায় না। জ্ঞানীদের কদর এদেশে নেই।’
নিউজক্রিকেট/এমএস