দুর্জয় দাশ গুপ্ত »
সিরিজের ২য় ওয়ানডেতে মিরপুরের হোম অফ ক্রিকেটে টস জিতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের করা ২৫৪ রানের জবাবে ব্যাট করছে বাংলাদেশ। টাইগারদের দুই ওপেনার তামিম ইকবাল ও অধিনায়ক লিটন কুমার দাস ওপেনিংয়ে নেমেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৭ ওভার শেষে ২৪ রান। ব্যাট হাতে আবারো ব্যর্থ হয়েছেন লিটন কুমার দাস। ১৬ বল খেলে মাত্র ৬ রান করে আউট হয়েছেন তিনি।
এর আগে শুরুটা ভালো হয়নি কিউইদের। মুস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদের দারুণ বোলিংয়ে মাত্র ৩৬ রানেই ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপরে দলের হাল ধরেন দুই ব্যাটার হেনরি নিকোলস ও টম বান্ডেল। ৪র্থ উইকেট জুটিতে এ দুজন মিলে যোগ করেন ৯৫ রান। দলীয় ১৩১ রানের ব্যক্তিগত ৪৯ রান করে আউট হোন লিকোলস।
এরপর দ্রুত উইকেট হারাতে থাকলেও লোয়ার অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় ২৫৪ রানের পুঁজি পায় নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন টম বান্ডেল। বাংলাদেশের হয়ে শেখ মাহেদী ১০ ওভার বল করে ৪৫ রান খরচায় ৩ উইকেট নেন। অভিষিক্ত খালেদের শিকার ৬০ রান খরচায় ৩ উইকেট। এছাড়া মুস্তাফিজুর রহমান নিয়েছেন দুটি উইকেট।