আবারো নিলামে উঠছে সাকিবের ব্যাট!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাড়াঁতে নিজের বিশ্বকাপের ব্যাটের নিলাম করেছিলেন সাকিব আল হাসান। সে ব্যাট থেকে সাকিব তুলেন ২০ লক্ষ টাকা। এবার তারি ধারাবাহিকতায় সাকিব আরো একটি ব্যাট নিলামে তুলছেন।

তবে এই ব্যাটটি সাকিবের খেলার কোনো ব্যাট নয়। তারপরও এটা অনেক স্পেশাল একটি ব্যাট। কারণ এই ব্যাটে আছে মাশরাফি বিন মুর্তজা ,তামিম ইকবাল মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের মত তারকাদের অটোগ্রাফ কিনবা স্বাক্ষর। এই ব্যাটে সাকিবের অটোগ্রাফ সহো মিলিয়ে ১৫ জনের অধিক খেলোয়াড়ের স্বাক্ষর আছে।

এই ব্যাটের ভিত্তিমূল ধরা হয়েছে ৯৯,৯৯৯ হাজার টাকা। আর এই ব্যাটটি নিলামে উঠছে সাকিবের আগের ব্যাটের মত “অকশন ফর অ্যাকশনের” ফেসবুক পেজ থেকে। সংস্থাটি এক তাদের ফেসবুক পেজে ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। নিলাম এখন থেকেই শুরু। আর শেষ হবে কাল রাত ১১টাই ফেসবুক লাইভের মাধ্যমে।

বাংলাদেশ সময়ঃ ১০.৩০ পিএম

নিউজক্রিকেট/ আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »