সবুজ দাস »
ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ রনি তালুকদার। ৮ বছর আগে ২০১৫ সালে বাংলাদেশ জাতীয় দলের হয়ে ১ টি – টোয়েন্টি খেলার সুযোগ মিলেছিল রনির। তারপর আর ডাক পাননি জাতীয় দলে। ঘরোয়া ক্রিকেটে মাঝে মধ্যে ব্যাটিংয়ে ঝলক দেখালেও থেকে যান আড়ালে। তবে সদ্য সমাপ্ত হওয়া বিপিএলে ব্যাট হাতে ছিলেন দারুণ ছন্দে। এবারের আসরে ১৩ ইনিংসে ৪২৫ রান করে জায়গা করে নিয়েছেন দ্বিতীয় রান সংগ্রাহকের তালিকায়। নিউজ ক্রিকেট টোয়েন্টি ফোরের সাথে একান্ত সাক্ষাৎকারে ক্রিকেট নিয়ে কথা বলেছেন এই হার্ডহিটার ব্যাটার।
নিউজ ক্রিকেট : বিপিএলে নিজের পারফরম্যান্স নিয়ে কি বলবেন?
রনি: ওভারঅল বলতে গেলে আমি হ্যাপি। একটু মন খারাপ। ফাইনালে যেতে পারিনি। দলকে ফাইনালে নিতে না পারার আক্ষেপ কাজ করছে। ফাইনালে যেতে পারলে আরো ভালো লাগত।
নিউজ ক্রিকেট : জয়ের খুব কাছে গিয়েও হার। ম্যাচটা হারার পিছনে কি কারণ বলে মনে করেন?
রনি : সোহান এবং আমি দুজনই সেট ছিলাম। ব্যাটে বলেও হচ্ছিল ভালোই। ঐ বিরতিটা আমাদের মোমেন্টামটা নষ্ট করেছে। একটু ডিস্ট্রাব হইছি আমরা।
নিউজ ক্রিকেট : বাংলাদেশ ক্রিকেটের কোন জায়গাগুলোতে আরো বেশি উন্নতি করার দরকার বলে মনে করেন। একজন ক্রিকেটার হিসেবে?
রনি :এটা আসলে ক্রিকেট বোর্ড ভালো বলতে পারবে। আমি তো দেখছি বেশ ভালোই হচ্ছে সবকিছু। এবার বিপিএলে লোকাল প্লেয়াররা ভালো খেলেছে। প্রচুর রান হয়েছে। সর্বোচ্চ রান এবং উইকেট কিন্তু আমাদের লোকাল খেলোয়াড়দেরই।
নিউজ ক্রিকেট : জাতীয় দলে ফেরার সম্ভাবনা কতটা দেখছেন?
রনি : খেলতে তো চাই এখনো জাতীয় দলে। এজন্য আমাকে নিয়মিত ভালো খেলতে হবে। এখন থেকে সামনে যত ম্যাচ খেলবো যেন ধারাবাহিক হতে পারি। ভালো কিছু করার চেষ্টা করবো। বাকীটা সিলেক্টরদের হাতে।
নিউজ ক্রিকেট : দেশি নাকি বিদেশি কোচদের সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন?
রনি : দ্যাখেন প্রতিটা কোচেরই একটা নিজস্ব পরিকল্পনা থাকে। সে দেশি হোক বা বিদেশি। আমার কোনো সমস্যা হয়না। সবার সাথে কাজ করতে ভালো লাগে।
নিউজ ক্রিকেট : আপনার অভিষেক হয়েছিল হাথুরুসিংহের আমলে আবার তিনি ফিরছেন। এই ব্যাপারে আপনার মন্তব্য কি?
রনি : হাথুরুসিংহে অনেক মানের কোচ। তার সময়টাতে কিন্তু বাংলাদেশ অনেক ভালো খেলেছে। ২০১৪-১৫ সালে কিন্তু আমরা অনেক ভালো রেজাল্ট করেছি। তো আশা করি এবারও তিনি ভালো কিছু উপহার দেবেন।
অধিনায়ক হিসেবে সোহান কে দশে কত দিবেন?
রনি : সোহান অধিনায়ক হিসেবে অসাধারণ। ও টিম নিয়ে অনেক চিন্তা করে। দেখেছেন তো আমাদের বিদেশি ক্রিকেটাররা আসা যাওয়ার ভিতর ছিলো। রাত জেগেও অনেক সময় টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করেছে৷ প্লেয়ারদের অনেক সাপোর্ট করেছে। সোহানকে অধিনায়ক হিসেবে দশে নয় দেবো।