নিউজ ডেস্ক »
করোনা পরীক্ষায় আবারো পজিটিভ রিপোর্ট এসেছে মাশরাফি বিন মর্তুজার। গত ২০ জুলাই বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ এমপি মাশরাফি বিন মুর্তজা করোনা আক্রান্তের খবর পাওয়া যায়। টেষ্ট করিয়ে সেটা নিশ্চিত হওয়ার পর জানিয়েছিলেন নিজেই।
এরপর আজ ১৪ দিন চলে যাচ্ছে। মাশরাফি এতদিন ঘরে থেকেই চিকিৎসা নিয়েছেন। মাশরাফি আবারো দ্বিতীয়বার করোনা টেষ্ট করালে সেখানেও করোনার উপস্থিতি ধরা পড়ে৷ ফলে এখনো করানো মুক্ত নন মাশরাফি।
দেশের শীর্ষ সংবাদ পত্রিকা প্রথম আলোকে একটি বিশ্বস্ত সূত্র এই খবর জানিয়েছে। মাশরাফিও পরে জানান তিনি এখনো করোনামুক্ত নন। তাঁর করোনা ফলাফল নেগেটিভ আসেনি।
উল্লেখ্য, মাশরাফির ভাই মোরসালিনেরও করোনা পজিটিভ। তারা একসাথেই ঘরে থেকে চিকিৎসা করাচ্ছেন।
নিউজক্রিকেট/রীম