নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলতে পুনে পৌঁছেছে বাংলাদেশ দল। তবে দলের সাথে যাননি লিটন কুমার দাস।পারিবারিক কারণে আবারো দেশে ফিরে এসেছেন লিটন।সন্তান-সম্ভবা স্ত্রীর পাশে থাকতে লিটন দেশে ফিরেছেন এমনটাই নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র।
এর আগে কলকাতায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর দেশে ফিরেছিলেন লিটন। দল থেকে তখন জরুরি পারিবারিক কারণে তাকে ছুটি দেওয়ার কথা জানানো হয়েছিল। এবারও একই কারণে দেশে ফিরেছেন দলের এই ওপেনার।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগেই দলের সাথে যোগ দিবেন লিটন।