নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন আরো আগে। তবে এখনো ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি লিগ গুলোতে নিয়মিত খেলে যাচ্ছেন এই অলরাউন্ডার। একজন ভাল লেগ স্পিনার ও মারকুটে ব্যাটসম্যান হিসেবে নিজেকে ক্রিকেটাঙ্গনে সুপরিচিত করেছেন তিনি।
শহিদ আফ্রিদি তার ক্রিকেট ক্যারিয়ারে বোলার হয়ে এখন অব্দী ১ ওভার ৬ ছক্কা খাওয়ার তিক্ত অভিজ্ঞতা নেননি। বাংলাদেশ ক্রিকেট দলের মারকুটে ব্যাটসম্যান খ্যাত সাব্বির রহমান সম্প্রতি এক লাইভে শহিদ আফ্রিদির বোলিংয়ের বিপক্ষে ছয় বলে ছয় ছক্কা হাঁকানোর ইচ্ছা পোষণ করেছেন। লাইভে সাব্বিরের কাছে জানতে চাওয়া হয় এমন কোন বোলার আছে, যার ছয় বলে ছক্কা হাঁকাতে চান? উত্তরে সাব্বির রহমান বলেন “আফ্রিদি!
আফ্রিদির এক ওভারে ছয় ছক্কা হাঁকাতে চাই।
ক্রিকেট ইতিহাসে ৬ বলে ৬ ছক্কার ঘটনা খুব একটা বেশি নয়। কারণ এই কাজটি খুব একটা সহজ নয়। নিম্নমানের বোলার অথবা অতিমানবীয় ব্যাটিং সামর্থ্যের ব্যাটসম্যান ব্যাতীত এই কাজটা সম্ভব নয়। কঠিন এই কাজটা করতে সাব্বির রহমান বেছে নিয়েছেন শহিদ আফ্রিদির মতো জেনুইন লেগ স্পিনারকে!
ব্যাটসম্যান সাব্বির রহমানের মারকুটে হিসেবে খ্যাতি থাকলেও এখন অব্দী অতিমানবীয় কিছুই করে দেখাতে পারেননি মারকুটে ভঙ্গিমায়। শহিদ আফ্রিদির মতো কোয়ালিটি লেগ স্পিনারের বিরুদ্ধে এই স্বপ্ন কখনো পূরণ হয় কিনা সাব্বিরের, সেটাই দেখার অপেক্ষায় সবাই।
নিউজক্রিকেট টুয়েন্টিফোর / ইফতি মারুফ