আফগানিস্তানের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

নিউজ ডেস্ক »

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। একাদশে আছেন তিন পেসার। 

ধর্মশালার হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আফগান ব্যাটারদের পরীক্ষায় ফেলতে তাসকিন, শরীফুল ও মুস্তাফিজুর রহমানকে নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ওপনিংয়ে লিটন দাসের সঙ্গী হবেন তরুণ তানজিদ হাসান তামিম। একাদশে জায়গা হয়নি অলরাউন্ডার শেখ মাহেদী ও নাসুম আহমেদের।

সাত নম্বরে ব্যাট করবেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। আর ইনফর্ম মেহেদি হাসান মিরাজ খেলবেন আট নম্বর পজিশনে।

৩ পেসার আর ২ অলরাউন্ডার মিলিয়ে ৫ জন স্পেশালিষ্ট বোলার রয়েছেন টাইগার একাদশে। পার্টটাইম বোলিং অপশন হিসেবে ব্যবহার করা হতে পারে মাহমুদউল্লাহ রিয়াদকে।

আফগানিস্তানের বিপক্ষে সবশেষ দেখায় এশিয়া কাপে দাপুটে এক জয় পেয়েছিলো বাংলাদেশ। লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামে সেদিন সেঞ্চুরি করেছিলেন নাজমুল হাসান শান্ত ও মেহেদি হাসান মিরাজ। তবে আফগানদের বিপক্ষে দুঃসহ স্মৃতিও আছে বাংলাদেশের। ঘরের মাঠে সবশেষ খেলা দ্বিপাক্ষীয় সিরিজে টাইগাররা হেরেছিলো ২-১ ব্যবধানে। তবে সবচেয়ে আশার কথা হলো আইসিসি ইভেন্টে এখনো বাংলাদেশকে হারাতে পারেনি আফগানিস্তান।

বাংলাদেশ একাদশঃ লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধি), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »