আত্মহত্যা করতে চেয়েছিলেন ভারতীয় পেসার!

নিউজ ডেস্ক »

বিশ্ব ক্রিকেটে ভয়ংকর একজন পেসারের নাম মোহাম্মদ শামি। গতির সাথে বিষধর সুইংয়ের ভেলকিতে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানকে কাবু করা পেসারই কিনা ব্যাক্তিগত সমস্যার কারণে এতটাই কাবু ছিলেন যে ৩ বার আত্মহত্যার মত চরম সিদ্ধান্ত নিতে গিয়েছিলেন।

শনিবার ইনস্টাগ্রামে রোহিত শর্মার সঙ্গে এক লাইভ আড্ডায় এমনটিই জানিয়েছেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। চোট জর্জরিত এই ভারতীয় পেসার জাতীয় দলের বাইরে ছিলেন ২০১৫ সালের পর থেকে বেশ কিছু বছর। তখনই তার জীবন অন্য দিকে মোড় নিতে শুরু করে। তবে পরিবার পাশে থাকায় নিজেকে আবারও স্বাভাবিক ভাবে ফিরিয়ে আনে এই পেসার।

শামি বলেন,’ ২০১৫ বিশ্বকাপে আমি ইঞ্জুরিতে পরেছিলাম। তার পরে ১৮ মাস লাগে পুরোপুরি সুস্থ হতে। ওই সময়টা আমার জীবনের সব চেয়ে কঠিন ছিলো। প্রচণ্ড চাপের মধ্যে ছিলাম। এর পরে যখন খেলা শুরু করি, ব্যক্তিগত সমস্যায় জড়িয়ে পড়ি। ওই সময় যদি পরিবারকে পাশে না পেতাম, তা হলে ফিরে আসতে পারতাম না। আমিতো তিন বার আত্মহত্যা করার কথাও ভেবেছিলাম।’

চোট কাটিয়ে ২০১৮ সালে জাতীয় দলে আবারও ফেরেন শামি। তবে স্ত্রীর সাথে বিবাদে জড়িয়ে বেশ ঝামেলা পোহাতে হয়েছে তাকে। বিষয়টি থানা-পুলিশও হয়েছিলো। বেশ অনেকটা অন্ধকার নেমে এসেছিলো তার জীবনে। ওই সময়ের ঘটনা বর্ননা দিতে গিয়ে শামি জানান,’ ওই সময়ে আমার সঙ্গে সব সময় কেউ না কেউ থাকতো। একটা সেকেন্ড আমাকে একা ছেড়ে দিতো না। আমি মানসিক ভাবে ভাল ছিলাম না। কিন্তু আমার পরিবারকে পাশে পেয়েছিলাম।’

এসময় পরিবারকে পাশে পাওয়ার জন্য পরিবারের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন ভারতীয় এই পেসার।

বাংলাদেশ সময়: ১১:৪০ এএম

নিউজ ক্রিকেট২৪ / কেএমএএইচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »