নিউজ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেটের প্রথম তারকা ক্রিকেটার ছিলেন মোহাম্মদ আশরাফুল। সাময়িক ভুলের কারণে ক্রিকেট ক্যারিয়ারটাই ধ্বংস করেছেন নিজ হাতে। এক সময়ের আশার ফুল বলা হতো যাকে সেই কিনা ফিক্সিং এর মত জঘন্য অপরাধ করে বসেন! ২০১৩ সালে ফিক্সিং এর দায়ে অভিযুক্ত মোহাম্মদ আশরাফুল অনুতাপে এবং লজ্জায় একসময় আত্মহত্যার মত জঘন্য সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন। তবে পবিত্র হজ্জ থেকে ফিরে নিজের মনকে শক্ত করেন তিনি।
বৃহস্পতিবার ক্রীড়াবিদ নোমান মোহাম্মদ এর সাথে এক অনলাইন লাইভে এসে এসকল তথ্য জানান আশরাফুল। লজ্জা এবং অনুতাপে আত্মহত্যা করতে চেয়েছিলেন তিনি। তখনকার সময়টি বর্তমান সময়ের থেকেও খারাপ ছিলো বলে জানান আশরাফুল। আশরাফুলের ভাষায়, ‘ নিষেধাজ্ঞার সময় আমি করোনাভাইরাসের সময়ের চেয়েও কঠিন সময় কাটিয়েছি। এমন চিন্তাও আমার মাথার মধ্যে এসেছিল যে আমি বেঁচে থাকবো কী না, সুইসাইড করবো কী না। আমি কিভাবে মানুষের কাছে মুখ দেখাব, আমার ফ্যামিলি কিভাবে মুখ দেখাবে, এগুলো নিয়ে অনেক হতাশ ছিলাম।’
তবে হজ্জ করে ফিরেই নিজেকে শক্ত করেন মোহাম্মদ আশরাফুল। নিজের ভুলকে শুধরে আবারও ক্রিকেটে ফেরেন তিনি৷ জাতীয় দলে সুযোগ না আসলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই দেখা যায় এই ক্রিকেটারকে। আশরাফুল বলেন,’ ২০১৩ সালে আমি হজ্ব করতে গিয়েছিলাম, সেখান থেকে ফিরেই অনুধাবন করলাম এবং দুলাভাইসহ ক্রিকেট বোর্ডের অনেকেই আমাকে বলেছিল, তোমার একটা বাজে সময় যাচ্ছে। তুমি ধৈর্য ধরো, সময়ই তোমার সবকিছু পরিবর্তন করে দেবে।’
গত ২০১৩ সালে আশরাফুলসহ ১০ জনের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ আনে আইসিসি। ৬ জন নির্দোষ প্রমাণ হলেও মোহাম্মদ আশরাফুলসহ ৪ জন দোষী সাব্যস্ত হন। এসময় তাদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয় ট্রাইবুনাল। ৮ বছরের নিষেধাজ্ঞা থাকলেও আইসিসি এবং বিসিবির দূর্নীতি দমন ইউনিটকে সহযোগিতা করায় শাস্তি কমিয়ে আনা হয় ৫ বছরে। শাস্তি শেষে এখন পুরোদমে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে মরিয়া এই তারকা ক্রিকেটার।
বাংলাদেশ সময়: ১০:২৫ এএম
নিউজ ক্রিকেট২৪ / কেএমএএইচ