https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছে টাইগাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে লড়াই করলেও ইংলিশদের বিপক্ষে লড়াই করার মত কোনো অবস্থাই ছিল না। আলাদা করে বলতে গেলে টাইগার বোলাররা রান বিলিয়েছেন দুহাতে। ফলে প্রথম ইনিংসে রান পাহাড় গড়তে সক্ষম হয়েছে মরগানের দল।
বিশ্বকাপে এখনও বাংলাদেশের বাকি ছয়টি ম্যাচ। তাই এই ম্যাচের কথা ভুলে গিয়ে পরবর্তী ম্যাচের দিকেই নজর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিব জানান, ‘আমরা যদি সেমি ফাইনাল খেলতে চাই তাহলে ৫-৬টা ম্যাচ জিততে হবে। প্রতিপক্ষ যারা আছে সবাই শক্তিশালী। শ্রীলঙ্কার বিপক্ষে যদি আমরা জিততে চাই তাহলে সেরা ক্রিকেটটাই খেলতে হবে। তাদের ম্যাচ উইনার কিছু ক্রিকেটার আছে। আমরা যীতু সর্বশেষ কিছু ম্যাচে জয়ের দেখা পেয়েছি তাই আত্মবিশ্বাসটা ভাল থাকবে।’
টস জিতে আগে ব্যাটিং নেয়ায় অনেকে সমালোচনা করলেও সাকিবের মতে এটা কারো একার সিদ্ধান্ত নয়। দলীয় সিদ্ধান্তেই এমনটা হয়েছে বলে জানান সাকিব। ‘বোলিং বা ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়ার মত আমি একা কেউ নই। এটা দলীয় সিদ্ধান্ত। সিদ্ধান্তগুলো দলের ভালোর জন্যই নেয়া হয়। কখনও কাজ করে আবার কখনও করে না। যেভাবে বল করেছি সেটা নিয়া আমরা হতাশ। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে যেমন ভালো বল করেছি এই ম্যাচেও চেষ্টা ছিল। গত ২-৩ বছর ধরে তাদের বাটিং লাইনআপ এমনই। আমরা দ্রুত উইকেট তুলে নিতে পারিনি বলে হেরেছি।’