আট বছর পর আবারও বিশ্বকাপে বিজয়-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।আঙুলের চোটে ছিটকে যাওয়া সাকিব আল হাসানের বদলি হিসেবে বিশ্বকাপ দলে ডাক পেলেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।

৮ বছরের বেশি সময় পর এই টপ অর্ডার ব্যাটসম্যান সুযোগ পেলেন বিশ্বকাপ দলে।সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় বাম হাতের তর্জনীতে চোট পান সাকিব। তবে ব্যথানাশক নিয়ে ও টেপ পেঁচিয়ে ব্যাটিং চালিয়ে নেন তিনি। ম্যাচ শেষে এক্স-রে করা হলে সাকিবের আঙুলে চিড় ধরা পড়ে।

এ নিয়ে দ্বিতীয়বার বিশ্ব মঞ্চে নামার হাতছানি এনামুলের সামনে। অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে হওয়া ২০১৫ সালের আসরে তিনি প্রথমবার বিশ্বকাপ দলে ছিলেন। সেবার স্কটল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে কাঁধের চোটে ছিটকে যান তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »